Ad T1

ডিপিএল

শরিফুলের ৬ উইকেট, সুপার লিগে রূপগঞ্জ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ২১: ০০
শরিফুল ইসলাম
ক্যারিয়ারে কখনো ফাইফারের দেখা না পাওয়ার আক্ষেপ নিয়ে শুরু হয়েছিল শরিফুল ইসলামের এবারের ডিপিএল। আজ সেই আক্ষেপ মিটিয়ে ৪০ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি। তার প্রথম ফাইফারের দিনে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে সুপার লিগ নিশ্চিত করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ব্রাদার্সের বিপক্ষে দলটি বৃষ্টি আইনে ১০ রানে জয় পেয়েছে। অন্যদিকে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ১৭০ রানে হারায় গাজী গ্রুপ এবং রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব।
মিরপুরে আগে ব্যাটিংয়ে নেমে সৌম্য সরকারের ৮০ ও মাহমুদুল হাসান জয়ের ৫৯ রানে ভর করে ৯ উইকেটে ২৭৭ রানে থামে লিজেন্ডস অব রূপগঞ্জ। ব্রাদার্সের হয়ে ৫৬ রানে তিন উইকেট নেন ইয়াসিন আরাফাত মিশু। আগে ব্যাটিং করে রান পাহাড়ের পর বল হাতেও দারুণ পারফর্ম করেছেন দলটির বোলাররা। বল হাতে দাপট দেখান বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তার দাপটের মাঝে মাহফিজুল ইসলাম রবিনের ব্যাটে ৭৬ ও মাইশুকুর রহমানের ব্যাটে আসে ৪৬ রান। তাতে বৃষ্টির আগে ব্রাদার্সের ইনিংস থামে ৯ উইকেটে ২৬০ রানে। শরিফুল ৪০ রানে নেন ৬ উইকেট।
অন্যদিকে বিকেএসপির তিন নম্বর মাঠে গাজী গ্রুপের কাছে ১৭০ রানের বড় ব্যবধানে হেরেছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। এনামুল হক বিজয়ের ৭৮ ও শামীম মিয়ার ৫৩ রানে ভর করে ৭ উইকেটে ৩০২ রানে থামে গাজীর ইনিংস। পারটেক্সের হয়ে রুবেল মিয়া ১৮ রানে দুই উইকেট নেন। ৩০৩ রানের লক্ষ্যে খেলতে নেমে আদিল বিন সিদ্দিকীর ৫৩ রানে ভর করে ১৩২ রানে থামে পারটেক্সের ইনিংস।
গাজীর হয়ে তোফায়েল আহমেদ ৫ রানে নেন দুই উইকেট। চার নম্বর মাঠে নুরুল হাসান সোহানের ৯৭ রানে ভর করে রূপগঞ্জ টাইগার্সকে ৫ উইকেটে হারিয়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। আগে ব্যাটিংয়ে নেমে নাসির হোসেনের ৭৭ রানে ভর করে ৭ উইকেটে ২৮০ রান তোলে রূপগঞ্জ টাইগার্স। জবাবে, ১৭ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে ধানমন্ডি।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত