Ad T1

আগস্টে আসছে ভারত, সূচি প্রকাশ করল বিসিবি

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ১৫: ০৫
আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৫: ৩৭
আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী, আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসবে ভারত জাতীয় ক্রিকেট দল। সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে রোহিত শর্মা, বিরাট কোহলিরা। আসন্ন সফরের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সাদা বলের দুই সংস্করণের সিরিজ খেলতে ১৩ আগস্ট ঢাকায় পা রাখবে ভারতীয় দল। শুরুতে ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চাশ ওভারের সিরিজের প্রথম ম্যাচ দুটি হবে ১৭ ও ২০ আগস্ট। সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৩ আগস্ট। ম্যাচটির ভেন্যু চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়াম।
ওয়ানডে শেষে একই ভেন্যুতে ২৬ আগস্ট সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও ভারত। এরপর ঢাকায় ফিরবে দুই দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুড়ি ওভারে সিরিজের শেষ ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ২৯ ও ৩১ আগস্ট। নিজেদের মাটিতে সেটাই হবে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম দ্বিপাক্ষীক টি-টোয়েন্টি সিরিজ। সফর শেষে ১ সেপ্টেম্বর দেশের বিমানে চড়বে টিম ইন্ডিয়া।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত