স্পোর্টস রিপোর্টার
আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী, আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসবে ভারত জাতীয় ক্রিকেট দল। সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে রোহিত শর্মা, বিরাট কোহলিরা। আসন্ন সফরের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সাদা বলের দুই সংস্করণের সিরিজ খেলতে ১৩ আগস্ট ঢাকায় পা রাখবে ভারতীয় দল। শুরুতে ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চাশ ওভারের সিরিজের প্রথম ম্যাচ দুটি হবে ১৭ ও ২০ আগস্ট। সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৩ আগস্ট। ম্যাচটির ভেন্যু চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়াম।
ওয়ানডে শেষে একই ভেন্যুতে ২৬ আগস্ট সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও ভারত। এরপর ঢাকায় ফিরবে দুই দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুড়ি ওভারে সিরিজের শেষ ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ২৯ ও ৩১ আগস্ট। নিজেদের মাটিতে সেটাই হবে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম দ্বিপাক্ষীক টি-টোয়েন্টি সিরিজ। সফর শেষে ১ সেপ্টেম্বর দেশের বিমানে চড়বে টিম ইন্ডিয়া।
কোপা দেল রের ফাইনালের মঞ্চ। শিরোপা নির্ধারণী ম্যাচে লড়াইটা হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যে। ধ্রুপদী এই লড়াইয়ের আগে একদফা নাটক হয়ে গেছে।
১ ঘণ্টা আগেপার্টনার ব্যাংকগুলোর সাথে বিসিবির আর্থিক বিষয়ক লেনদেনে স্বাক্ষরপ্রদানকারী দুজন বোর্ড পরিচালক হলেন- বোর্ডের ফিনান্স কমিটি চেয়ারম্যান ফাহিম সিনহা ও টেন্ডার ও পারচেজ কমিটি চেয়ারম্যান মাহবুবুল আনাম।
৩ ঘণ্টা আগেপ্রিমিয়ার ফুটবল লিগে আজ আকর্ষণীয় ম্যাচে পরস্পরের মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান ক্লাব। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বেলা সাড়ে ৩টায় দুদলের ম্যাচটি শুরু হবে। এবারে মৌসুমে এই দুই দলের তৃতীয় লড়াই এটি।
৫ ঘণ্টা আগে