জেলা প্রতিনিধি, কক্সবাজার
কক্সবাজারের চাঞ্চল্যকর কলেজছাত্র জিহাদ হত্যা মামলার অন্যতম আসামি ধলা মিয়া ওরফে দানু মিয়া (৩৫) গণপিটুনিতে নিহত হয়েছেন।
গতকাল সকালে চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের লালব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দানু মিয়া মহেশখালী থানার মাহারাপাড়া এলাকার ৩ নম্বর ওয়ার্ডের কলমদরের ছেলে।
স্থানীয়রা জানান, পেকুয়ার কলেজছাত্র জিহাদ হত্যা মামলার অন্যতম আসামি দানু মিয়া ও একই মামলার ২ নম্বর আসামি মোবারক আলী গতকাল সকালে চকরিয়া লালব্রিজ এলাকায় এলে স্থানীয়রা তাদের ঘেরাও করেন। এসময় কয়েকজন তাদের মারধর করতে থাকেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, বিষয়টি থানায় ফোন করে জানালে পুলিশ দানু মিয়া ও মোবারককে উদ্ধার করে। পরে অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয়রা দানুকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মোবারককে নিয়ে যাওয়া হয় থানায়।
হাসপাতাল সূত্রমতে, দানু মিয়ার অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়। হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন নিহতের স্বজনরা।
এ বিষয়ে পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তাফা সাংবাদিকদের জানান, ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে ডিউটি অফিসার আহত অবস্থায় হরিণা ফাঁড়ি এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দানু মিয়াকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে চকরিয়া থানার ওসি মনজুরুল কাদের ভূঁইয়া বলেন, অপহরণ সংক্রান্ত একটি ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে গণপিটুনির শিকার দুই ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে পুলিশও আহত হয়। পুলিশ মোবারকসহ দুইজনকে উদ্ধার করে একজনকে থানায় নিয়ে আসে। অপরজনকে পেকুয়া হাসপাতালে পাঠানো হয়। মামলায় ওই আসামি জামিনে থাকায় তাকে ছেড়ে দেয়া হয়।
উল্লেখ্য, ২০২৩ সালের ১ ডিসেম্বর কক্সবাজার সিটি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আসহাবুল করিম জিহাদকে তার পেকুয়ার বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে চকরিয়া উপজেলার কোনাখালী এলাকায় ছুরিকাঘাতে হত্যা করা হয়।
এ ঘটনায় তার বাবা মকছুদুল করিম বাদী হয়ে চকরিয়া থানায় ১২ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।
কক্সবাজারের চাঞ্চল্যকর কলেজছাত্র জিহাদ হত্যা মামলার অন্যতম আসামি ধলা মিয়া ওরফে দানু মিয়া (৩৫) গণপিটুনিতে নিহত হয়েছেন।
গতকাল সকালে চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের লালব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দানু মিয়া মহেশখালী থানার মাহারাপাড়া এলাকার ৩ নম্বর ওয়ার্ডের কলমদরের ছেলে।
স্থানীয়রা জানান, পেকুয়ার কলেজছাত্র জিহাদ হত্যা মামলার অন্যতম আসামি দানু মিয়া ও একই মামলার ২ নম্বর আসামি মোবারক আলী গতকাল সকালে চকরিয়া লালব্রিজ এলাকায় এলে স্থানীয়রা তাদের ঘেরাও করেন। এসময় কয়েকজন তাদের মারধর করতে থাকেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, বিষয়টি থানায় ফোন করে জানালে পুলিশ দানু মিয়া ও মোবারককে উদ্ধার করে। পরে অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয়রা দানুকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মোবারককে নিয়ে যাওয়া হয় থানায়।
হাসপাতাল সূত্রমতে, দানু মিয়ার অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়। হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন নিহতের স্বজনরা।
এ বিষয়ে পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তাফা সাংবাদিকদের জানান, ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে ডিউটি অফিসার আহত অবস্থায় হরিণা ফাঁড়ি এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দানু মিয়াকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে চকরিয়া থানার ওসি মনজুরুল কাদের ভূঁইয়া বলেন, অপহরণ সংক্রান্ত একটি ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে গণপিটুনির শিকার দুই ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে পুলিশও আহত হয়। পুলিশ মোবারকসহ দুইজনকে উদ্ধার করে একজনকে থানায় নিয়ে আসে। অপরজনকে পেকুয়া হাসপাতালে পাঠানো হয়। মামলায় ওই আসামি জামিনে থাকায় তাকে ছেড়ে দেয়া হয়।
উল্লেখ্য, ২০২৩ সালের ১ ডিসেম্বর কক্সবাজার সিটি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আসহাবুল করিম জিহাদকে তার পেকুয়ার বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে চকরিয়া উপজেলার কোনাখালী এলাকায় ছুরিকাঘাতে হত্যা করা হয়।
এ ঘটনায় তার বাবা মকছুদুল করিম বাদী হয়ে চকরিয়া থানায় ১২ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।
চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড প্রার্থনা করেন। এসময় আদালত শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
৮ মিনিট আগে‘ইত্তেফাক’ (ঐক্যবদ্ধ) ‘ইত্তেহাদ’ স্লোগানে স্লোগানে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা মুফতি ওলামায়ে কেরামদের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মায়ানমারে নিজ ঠিকানায় ফেরার দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগেগাজীপুরের কোনাবাড়িতে ভয়াবহ আগুনে তিনটি বাড়ির ৫৭টি কক্ষ পুড়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ আগুন লাগে। এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
৪ ঘণ্টা আগেবুধবার সকালে রাসেল ভটভটি নিয়ে মাটি কাটার কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। ভূরুঙ্গামারী -বাগভান্ডার সড়কের ক্যাম্পের মোড়ে পৌছলে দ্রুত গতির কারণে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় চালক রাসেল ভটভটির নীচে চাপা পড়ে।
৪ ঘণ্টা আগে