Ad

চাল কিনতে যাওয়ার পথে লাশ হলেন নাছিমা

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৬: ১৮
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৬: ২২

চাল কিনতে বাজারে যাওয়ার পথে ট্রাকচাপায় অটোরিকশাযাত্রী নাছিমা আক্তার (২৫) নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হন নিহতের বড় বোন পুষ্পসহ দুইজন। শুক্রবার সকালে জমিদারহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাছিমা আক্তার ও আহত পুষ্পা রামগতি উপজেলার চরঠিকা গ্রামের মৃত নজরুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা প্রথমে মুমূর্ষু অবস্থায় আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেন। পরে পুষ্পর অবস্থা আশঙ্কাজক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। আহত অটোরিকশাচালককে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

স্থানীয়রা জানান, সকালে দুই বোন বাবার চাল কেনার জন্য রামগতির জমিদারহাট বাজারে অটোরিকশায় যাচ্ছিলেন। বাজারে পৌঁছার আগেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। গুরুতর আহত হন দুই বোন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নাছিমাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক কমলা শীষ রায় জানান, দুর্ঘটনায় আহত দুই নারীকে এখানে আনা হয়। আমরা একজনকে মৃত পেয়েছি। অন্যজনকে প্রাথমিক চিকিৎসার শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়:

দুর্ঘটনা
ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত