আমার দেশ-এ প্রকাশিত প্রতিবেদন
স্পোর্টস রিপোর্টার
পুনঃপ্রকাশের প্রথম দিনেই পাঠকদের ব্যাপক সাড়া পেয়েছে পাঠকনন্দিত দৈনিক আমার দেশ। দীর্ঘ এক যুগ বন্ধ থাকার পর রোববার ছাপার হরফে পাঠকদের হাতে পৌঁছায় পত্রিকাটি।
পত্রিকার প্রধান শিরোনামে প্রকাশিত প্রতিবেদন নিয়ে তোলপাড় তৈরি হয়েছে। ‘হাসিনা দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন’ আমার দেশের নির্বাহী সম্পাদক ও প্রধান প্রতিবেদক সৈয়দ আবদাল আহমেদের ওই প্রতিবেদনটি শুধু পত্রিকায়ই নয় আমার দেশ-এর ইউটিউব চ্যানেলেও প্রকাশিত হয়।
এরপরই দেশ-বিদেশের দর্শকদের সেই প্রতিবেদনটি দেখার ক্ষেত্রে তাদের উচ্ছ্বাস ও আগ্রহের ছাপ ছিল লক্ষ করার মতো। মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে ওই প্রতিবেদনটির ভিউ হয় ১০ লাখেরও বেশি। এটি পত্রিকার প্রতি পাঠকদের ভালো লাগা ও ভালোবাসার এক বহিঃপ্রকাশ হিসেবে মনে করা যেতে পারে।
পত্রিকায় প্রকাশিত ওই প্রতিবেদনের বিষয়ে প্রথম ১২ ঘণ্টায় প্রায় ১০ হাজার দর্শক মন্তব্য করেছেন। ওই সব মন্তব্যে পাঠকরা আমার দেশের প্রতি তাদের আবেগ, অনুভূতি ও ভালোবাসার কথা জানিয়েছেন। প্রকাশিত প্রতিবেদনকে সাহসী উল্লেখ করে আগামী দিনগুলোয় আমার দেশ দেশের স্বার্থে এ ধরনের আরও প্রতিবেদন প্রকাশ করবে বলেও মন্তব্য করেন। শাহাদাত হোসেন নামে একজন পাঠক মন্তব্যে লেখেন, ‘এত দিন বহু রিপোর্ট হয়েছে কিন্তু এমন একটি রিপোর্ট হয়নি। ধন্যবাদ আমার দেশকে।’ লাবণ্য নামের আরেক দর্শক মন্তব্য করেছেন, ‘প্রথম দিনেই ঝড় তুলে ফেলেছে আমার দেশ। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমার দেশ পত্রিকাকে আন্তরিক শুভেচ্ছা।’
পুনঃপ্রকাশের প্রথম দিনেই পাঠকদের ব্যাপক সাড়া পেয়েছে পাঠকনন্দিত দৈনিক আমার দেশ। দীর্ঘ এক যুগ বন্ধ থাকার পর রোববার ছাপার হরফে পাঠকদের হাতে পৌঁছায় পত্রিকাটি।
পত্রিকার প্রধান শিরোনামে প্রকাশিত প্রতিবেদন নিয়ে তোলপাড় তৈরি হয়েছে। ‘হাসিনা দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন’ আমার দেশের নির্বাহী সম্পাদক ও প্রধান প্রতিবেদক সৈয়দ আবদাল আহমেদের ওই প্রতিবেদনটি শুধু পত্রিকায়ই নয় আমার দেশ-এর ইউটিউব চ্যানেলেও প্রকাশিত হয়।
এরপরই দেশ-বিদেশের দর্শকদের সেই প্রতিবেদনটি দেখার ক্ষেত্রে তাদের উচ্ছ্বাস ও আগ্রহের ছাপ ছিল লক্ষ করার মতো। মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে ওই প্রতিবেদনটির ভিউ হয় ১০ লাখেরও বেশি। এটি পত্রিকার প্রতি পাঠকদের ভালো লাগা ও ভালোবাসার এক বহিঃপ্রকাশ হিসেবে মনে করা যেতে পারে।
পত্রিকায় প্রকাশিত ওই প্রতিবেদনের বিষয়ে প্রথম ১২ ঘণ্টায় প্রায় ১০ হাজার দর্শক মন্তব্য করেছেন। ওই সব মন্তব্যে পাঠকরা আমার দেশের প্রতি তাদের আবেগ, অনুভূতি ও ভালোবাসার কথা জানিয়েছেন। প্রকাশিত প্রতিবেদনকে সাহসী উল্লেখ করে আগামী দিনগুলোয় আমার দেশ দেশের স্বার্থে এ ধরনের আরও প্রতিবেদন প্রকাশ করবে বলেও মন্তব্য করেন। শাহাদাত হোসেন নামে একজন পাঠক মন্তব্যে লেখেন, ‘এত দিন বহু রিপোর্ট হয়েছে কিন্তু এমন একটি রিপোর্ট হয়নি। ধন্যবাদ আমার দেশকে।’ লাবণ্য নামের আরেক দর্শক মন্তব্য করেছেন, ‘প্রথম দিনেই ঝড় তুলে ফেলেছে আমার দেশ। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমার দেশ পত্রিকাকে আন্তরিক শুভেচ্ছা।’
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘মহিষ আমাদের সম্পদ। মহিষ পালনকারীরা আমাদের সম্পদ। মহিষের মাংসে কোলেস্টেরল কম, তাই মহিষের মাংসকে জনপ্রিয় করতে হবে।
৩৪ মিনিট আগেপরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গণমাধ্যমের দায়িত্ব সরকারের ভুলত্রুটি এবং সমাজের অসঙ্গতি তুলে ধরা। সংবাদমাধ্যমের ফোকাস ঠিক রাখা জরুরি। অনেক সময় এটি নষ্ট হয়ে যায়। তিনি বলেন, সরকার খাল খনন করে, কিন্তু খননের পর অনেক সময় সেই মাটি
৪১ মিনিট আগেপরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশকে বিপজ্জনক বর্জ্যের ভাগাড় হতে দেওয়া যাবে না। তিনি এ লক্ষ্যে জাহাজ ভাঙা শিল্পে কঠোর পরিবেশ আইন প্রয়োগ ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, জরুরি সংস্কার না হলে বাংলাদেশ বিপজ্জনক বর্জ্যের
১ ঘণ্টা আগেএ মামলায় প্রধান আসামি করা হয়েছে দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রিজান চৌধুরীকে। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, পূর্ব বাকলিয়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হারুনুর রশিদ, দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুল আলম মিয়া এবং নগর ছাত্রলীগের (বর্তমান
১ ঘণ্টা আগে