Ad T1

আমার দেশ-এ প্রকাশিত প্রতিবেদন

প্রথম ১২ ঘণ্টায় ভিউ ১০ লাখেরও বেশি

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ২২: ৫১
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ২২: ৫৪

পুনঃপ্রকাশের প্রথম দিনেই পাঠকদের ব্যাপক সাড়া পেয়েছে পাঠকনন্দিত দৈনিক আমার দেশ। দীর্ঘ এক যুগ বন্ধ থাকার পর রোববার ছাপার হরফে পাঠকদের হাতে পৌঁছায় পত্রিকাটি।

পত্রিকার প্রধান শিরোনামে প্রকাশিত প্রতিবেদন নিয়ে তোলপাড় তৈরি হয়েছে। ‘হাসিনা দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন’ আমার দেশের নির্বাহী সম্পাদক ও প্রধান প্রতিবেদক সৈয়দ আবদাল আহমেদের ওই প্রতিবেদনটি শুধু পত্রিকায়ই নয় আমার দেশ-এর ইউটিউব চ্যানেলেও প্রকাশিত হয়।

এরপরই দেশ-বিদেশের দর্শকদের সেই প্রতিবেদনটি দেখার ক্ষেত্রে তাদের উচ্ছ্বাস ও আগ্রহের ছাপ ছিল লক্ষ করার মতো। মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে ওই প্রতিবেদনটির ভিউ হয় ১০ লাখেরও বেশি। এটি পত্রিকার প্রতি পাঠকদের ভালো লাগা ও ভালোবাসার এক বহিঃপ্রকাশ হিসেবে মনে করা যেতে পারে।

পত্রিকায় প্রকাশিত ওই প্রতিবেদনের বিষয়ে প্রথম ১২ ঘণ্টায় প্রায় ১০ হাজার দর্শক মন্তব্য করেছেন। ওই সব মন্তব্যে পাঠকরা আমার দেশের প্রতি তাদের আবেগ, অনুভূতি ও ভালোবাসার কথা জানিয়েছেন। প্রকাশিত প্রতিবেদনকে সাহসী উল্লেখ করে আগামী দিনগুলোয় আমার দেশ দেশের স্বার্থে এ ধরনের আরও প্রতিবেদন প্রকাশ করবে বলেও মন্তব্য করেন। শাহাদাত হোসেন নামে একজন পাঠক মন্তব্যে লেখেন, ‘এত দিন বহু রিপোর্ট হয়েছে কিন্তু এমন একটি রিপোর্ট হয়নি। ধন্যবাদ আমার দেশকে।’ লাবণ্য নামের আরেক দর্শক মন্তব্য করেছেন, ‘প্রথম দিনেই ঝড় তুলে ফেলেছে আমার দেশ। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমার দেশ পত্রিকাকে আন্তরিক শুভেচ্ছা।’

বিষয়:

আমার দেশ
Ad

'সমকামিতার নীলনকশার নেপথ্যে প্রথম আলো-ডেইলি স্টার'

শাহবাগের জন্মদাতাদের অনেকে এখন বিএনপির বুদ্ধিজীবী

তরুণ প্রজন্মের চিন্তা চেতনাকে বিএনপি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আমিনুল হক

আইনজীবী মাসুমা মিথিলার ব্যতিক্রমধর্মী পোশাক প্রদর্শনী

ত্রুটিপূর্ণ খতনায় শিশুর লিঙ্গে ছিদ্র: কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত