স্টাফ রিপোর্টার
বর্ণিল আলোকসজ্জায় সেজেছে রাজধানীর তেজগাঁওয়ের পবিত্র জপমালা রাণীর গির্জা। ভেতরে ক্রিসমাস ট্রিতেও আলোর ঝলকানি। ভেতর-বাইরে রঙিন কাগজেও ঢেকেছে গির্জা। গির্জার প্রাঙ্গণে তৈরি করা হয়েছে গোশালা। সেখানে যিশুখ্রিষ্টের প্রতিকৃতি স্থাপন করা হয়। পাশে রাখা সান্তা ক্লজের প্রতিকৃতি। এভাবে রাজধানী ঢাকাসহ দেশের সব গির্জাই সাজানো হয়েছে। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিনকে ঘিরেই এই আয়োজন।
খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট এই দিনে ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথলেহেম শহরের এক গোয়ালঘরে জন্মগ্রহণ করেন। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস-সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনা করার জন্য যিশুখ্রিষ্ট জন্ম নিয়েছিলেন। বড়দিন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলটির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর। এ উপলক্ষে প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আজ বুধবার সকালে বঙ্গভবনে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বড়দিন কীভাবে কাটাবেন জানতে চাইলে তেজকুনিপাড়ার খ্রিষ্ট ধর্মের অনুসারী জেনি রোজারিও বলেন, ‘নতুন জামা-কাপড় পরে মেয়ে স্পৃহা রোজারিও আর ছেলে সৃজন রোজারিও এবং স্বামীকে সঙ্গে নিয়ে প্রথমে গির্জায় গিয়ে বিশেষ প্রার্থনায় অংশ নেব। আমার দেশ বাংলাদেশসহ সমগ্র বিশ্বের চলমান অস্থিরতার অবসান হয়ে, সারা বিশ্বে যেন শান্তি ফিরে আসে, যিশুর কাছে এমনটাই চাই আমি।’
রাজধানীতে সোয়াত টিমের বিশেষ নিরাপত্তা
খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন পালন নির্বিঘ্ন করতে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির স্পেশাল টিম সোয়াত এ উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। উৎসবকে ঘিরে সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিটসহ স্পেশালাইজড টিমগুলো সমন্বয় করে দায়িত্ব পালন করবে। রাজধানীর প্রতিটি গির্জায় সাদা পোশাকের পুলিশের পাশাপাশি ইউনিফর্মে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মাঠ পর্যায়ে সেনাবাহিনীও থাকছে।
পুলিশ সদর দপ্তর থেকে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি মনিটরিং করা হবে। এ বিষয়ে মাঠপর্যায়ের ইউনিটগুলোকে সমন্বয় করতে বলা হয়েছে বলে পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে।
ডিএমপির ডিসি (মিডিয়া) তালেবুর রহমান জানান, পুলিশ সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। ডিএমপি স্পেশাল ইউনিট সোয়াত বিশেষভাবে দায়িত্ব পালন করবে। সার্বিক নিরাপত্তায় কোনো ঘাটতি নেই।
গতকাল সকালে রাজধানীর কাকরাইলের সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চে বড়দিনের নিরাপত্তা মহড়ার আয়োজন করে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। সিটিটিসি প্রধান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার প্রধান মাসুদ করিম নিরাপত্তা মহড়া পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সিটিটিসি প্রধান সাংবাদিকদের জানান, নিরাপত্তা ঝুঁকির কোনো তথ্য নেই, আমরা অত্যন্ত সতর্ক রয়েছি। প্রতিবারের মতো এবারও বড়দিন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নির্বিঘ্নে বড়দিন পালন করতে ডিএমপির নিরাপত্তাব্যবস্থার কথা উল্লেখ করে সিটিটিসি প্রধান বলেন, প্রতিটি গির্জায় সাদা পোশাকে ও ইউনিফর্মে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া এই উৎসবকে ঘিরে সোয়াট, বোম্ব ডিসপোজাল টিমসহ স্পেশালাইজড ইউনিটগুলো দায়িত্বে থাকছে।
আতশবাজি পটকা ফানুস নিষিদ্ধ
এদিকে গতকাল ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বড়দিন উপলক্ষে ২৪ ডিসেম্বর রাত ১২টা থেকে ২৫ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফুটানো এবং ফানুস উড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে। বড়দিন উদযাপন সুষ্ঠু ও নিরাপদে অনুষ্ঠানের লক্ষ্যে নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে ডিএমপির পক্ষ থেকে।
বর্ণিল আলোকসজ্জায় সেজেছে রাজধানীর তেজগাঁওয়ের পবিত্র জপমালা রাণীর গির্জা। ভেতরে ক্রিসমাস ট্রিতেও আলোর ঝলকানি। ভেতর-বাইরে রঙিন কাগজেও ঢেকেছে গির্জা। গির্জার প্রাঙ্গণে তৈরি করা হয়েছে গোশালা। সেখানে যিশুখ্রিষ্টের প্রতিকৃতি স্থাপন করা হয়। পাশে রাখা সান্তা ক্লজের প্রতিকৃতি। এভাবে রাজধানী ঢাকাসহ দেশের সব গির্জাই সাজানো হয়েছে। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিনকে ঘিরেই এই আয়োজন।
খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট এই দিনে ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথলেহেম শহরের এক গোয়ালঘরে জন্মগ্রহণ করেন। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস-সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনা করার জন্য যিশুখ্রিষ্ট জন্ম নিয়েছিলেন। বড়দিন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলটির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর। এ উপলক্ষে প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আজ বুধবার সকালে বঙ্গভবনে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বড়দিন কীভাবে কাটাবেন জানতে চাইলে তেজকুনিপাড়ার খ্রিষ্ট ধর্মের অনুসারী জেনি রোজারিও বলেন, ‘নতুন জামা-কাপড় পরে মেয়ে স্পৃহা রোজারিও আর ছেলে সৃজন রোজারিও এবং স্বামীকে সঙ্গে নিয়ে প্রথমে গির্জায় গিয়ে বিশেষ প্রার্থনায় অংশ নেব। আমার দেশ বাংলাদেশসহ সমগ্র বিশ্বের চলমান অস্থিরতার অবসান হয়ে, সারা বিশ্বে যেন শান্তি ফিরে আসে, যিশুর কাছে এমনটাই চাই আমি।’
রাজধানীতে সোয়াত টিমের বিশেষ নিরাপত্তা
খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন পালন নির্বিঘ্ন করতে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির স্পেশাল টিম সোয়াত এ উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। উৎসবকে ঘিরে সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিটসহ স্পেশালাইজড টিমগুলো সমন্বয় করে দায়িত্ব পালন করবে। রাজধানীর প্রতিটি গির্জায় সাদা পোশাকের পুলিশের পাশাপাশি ইউনিফর্মে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মাঠ পর্যায়ে সেনাবাহিনীও থাকছে।
পুলিশ সদর দপ্তর থেকে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি মনিটরিং করা হবে। এ বিষয়ে মাঠপর্যায়ের ইউনিটগুলোকে সমন্বয় করতে বলা হয়েছে বলে পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে।
ডিএমপির ডিসি (মিডিয়া) তালেবুর রহমান জানান, পুলিশ সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। ডিএমপি স্পেশাল ইউনিট সোয়াত বিশেষভাবে দায়িত্ব পালন করবে। সার্বিক নিরাপত্তায় কোনো ঘাটতি নেই।
গতকাল সকালে রাজধানীর কাকরাইলের সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চে বড়দিনের নিরাপত্তা মহড়ার আয়োজন করে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। সিটিটিসি প্রধান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার প্রধান মাসুদ করিম নিরাপত্তা মহড়া পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সিটিটিসি প্রধান সাংবাদিকদের জানান, নিরাপত্তা ঝুঁকির কোনো তথ্য নেই, আমরা অত্যন্ত সতর্ক রয়েছি। প্রতিবারের মতো এবারও বড়দিন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নির্বিঘ্নে বড়দিন পালন করতে ডিএমপির নিরাপত্তাব্যবস্থার কথা উল্লেখ করে সিটিটিসি প্রধান বলেন, প্রতিটি গির্জায় সাদা পোশাকে ও ইউনিফর্মে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া এই উৎসবকে ঘিরে সোয়াট, বোম্ব ডিসপোজাল টিমসহ স্পেশালাইজড ইউনিটগুলো দায়িত্বে থাকছে।
আতশবাজি পটকা ফানুস নিষিদ্ধ
এদিকে গতকাল ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বড়দিন উপলক্ষে ২৪ ডিসেম্বর রাত ১২টা থেকে ২৫ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফুটানো এবং ফানুস উড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে। বড়দিন উদযাপন সুষ্ঠু ও নিরাপদে অনুষ্ঠানের লক্ষ্যে নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে ডিএমপির পক্ষ থেকে।
তিনি আরো বলেন, আমরা সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। আমরা সেই সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা আন্দোলনের সময় হাসিনার নিরাপত্তা বাহিনীর হাতে শহীদ হয়েছেন।
৩ মিনিট আগেউপসচিব পদে পদোন্নতিতে প্রশাসনের ৫০ শতাংশ কোটা ইস্যুতে জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরীকে পদত্যাগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বাসা)।
১ ঘণ্টা আগেবাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. আনোয়ার উল্ল্যাহ্ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন -বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি এ বি এম আব্দুস সাত্তার ও বাসা মহাসচিব মাহবুবুর রহমান।
৬ ঘণ্টা আগেমঙ্গলবার রাজধানীর কাকরাইলে আর্চ বিশপের হাউজ পরিদর্শন করেন তিনি। এ সময় খ্রিষ্টান ধর্মাবলম্বী সকলকে শুভ বড়দিনের শুভেচ্ছা জানান।
১৮ ঘণ্টা আগে