আতিকুর রহমান, চবি
১৭তম ওভারে রিশাদের দ্বিতীয় বলে স্ট্রেট দিয়ে ছক্কা মেরেছেন আকিল। চতুর্থ বলেই চেজকে বোল্ড করে বড় একটা দুশ্চিন্তা দূর করলেন রিশাদ। ক্রিজে আকিলের সঙ্গী মোতি। পঞ্চম বলে লং অফে তাঁর ক্যাচ নিলেন মেহেদী। হ্যাটট্রিকের সুবাস! আলজারি নেমে তা হতে না দিলেও জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজ ১৭ ওভারে ৮ উইকেটে ৮৯। ১৮ বলে চাই ৪১ রান। হাতে ২ উইকেট।
সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল গ্রাউন্ডে আজ সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। প্রথম টি–টোয়েন্টি ৭ রানে জিতে সিরিজে এগিয়ে লিটন দাসের দল। আজ কি সিরিজ জয় নিশ্চিত করতে পারবে বাংলাদেশ?
আজকের ম্যাচটি দুই দলের জন্যই প্রতিপক্ষকে ‘রেকর্ড’ উপহার দেওয়ার উপলক্ষ। তিন ম্যাচের এই সিরিজটা যারা হারবে, তারা বছরটা শেষ করবে রেকর্ডটা সঙ্গী করেই।