কৃষক

শিম গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

রাতের আধারে ইছাখালী গ্রামের আলতাফ হোসেন, আবুল কাশেম শাহজালাল ও মোস্তফাসহ পাঁচজন কৃষকের প্রায় তিন বিঘা জমির শিম খেত কে বা কারা কেটে ফেলেছে বলে জানান ক্ষতিগ্রস্ত বেলায়েত হোসেন। জমিতে এসে কৃষকরা এ অবস্থা দেখে হতাশ হয়ে পরেন।

শিম গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!