আদেশ আইনসংগত না হলে ডিসি-এসপি, প্রশাসনের লোকেরা বলবেন এটি আমি করতে পারবো না। এই 'না' বলাটাই তো বড় সংস্কার।
২০১৭ সালের ১২ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে বক্তব্য রেখেছেন । এরপর ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।
যে রাজনীতি ছাত্রদের পড়ার টেবিল থেকে বের করে মধুর ক্যান্টিনে নিয়ে আসে নেতাদের প্রটোকল দিতে, আমরা সেই ছাত্র রাজনীতি চাই না। এই রাজনীতি হতে হবে শিক্ষার্থীদের স্বার্থে।
আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারিনি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে। এর জন্য কিছু প্রস্তুতি আছে। আশা করি সেই প্রস্তুতি শেষে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেয়া হবে।