Ad

সিরিয়ায় বাশার আল-আসাদের শাসনের অবসান

প্রেসিডেন্ট আসাদ রোববার একটি উড়োজাহাজে করে অজ্ঞাত গন্তব্যের উদ্দেশে দামেস্ক ত্যাগ করেছেন বলে সিরীয় সেনাবাহিনীর দুই ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন।

আতিকুর রহমান, চবি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ১২: ২০
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ১৬: ০৪

সিরিয়ার বিদ্রোহীদের বিদ্যুৎগতির আক্রমণের মুখে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনের অবসান হয়েছে বলে সেনাবাহিনীর কর্মকর্তাদের অবহিত করেছেন তাদের কমান্ডাররা, এ বিষয়ে জ্ঞাত এক সিরীয় কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।

বিদ্রোহীরা দাবি করেছেন, রাজধানী দামেস্ক ‘এখন আসাদ মুক্ত’।

এর আগে প্রেসিডেন্ট আসাদ রোববার একটি উড়োজাহাজে করে অজ্ঞাত গন্তব্যের উদ্দেশে দামেস্ক ত্যাগ করেছেন বলে সিরীয় সেনাবাহিনীর দুই ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন।

বিদ্রোহীরা বলেছে, তারা রাজধানীতে প্রবেশ করেছে আর সেখানে সেনাবাহিনী ‘মোতায়েনের কোনো চিহ্ন’ দেখা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েক হাজার মানুষ গাড়ি যোগে ও পায়ে হেঁটে দামেস্কের প্রধান স্কয়ারে জমায়েত হয়ে ‘স্বাধীনতা’ বলে শ্লোগান দিচ্ছেন।

বিদ্রোহীরা বলেছে, “আমরা সিরীয় লোকজনের সঙ্গে আমাদের বন্দিদের মুক্তির ও তাদের শিকল মুক্ত হওয়ার খবর উদযাপন করছি। (আমরা) সেইদিনায়া কারাগারের অন্যায়ের যুগের অবসান ঘোষণা করছি।”

ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত