Ad

ইউক্রেনে আবারও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা করতে পারে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ১১: ১০
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১৪: ০৭

রাশিয়া আবারও ইউক্রেনকে লক্ষ্য করে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে। যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা পর্যালোচনায় থেকে এমনই তথ্য দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা।

তবে এই অস্ত্র ইউক্রেনে চলমান যুদ্ধের গতিপথ নির্ধারণ করতে পারবে বলে মনে করে না ওয়াশিংটন।

সংবাদমাধ্যমটি বলছে, আগামী কয়েক দিনের মধ্যে ইউক্রেনকে লক্ষ্য করে রাশিয়া আরেকটি পরীক্ষামূলক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে বলে যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দা পর্যালোচনায় বলা হয়েছে। তবে মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, এই অস্ত্র প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধের গতিপথ নির্ধারণ করতে পারবে বলে ওয়াশিংটন মনে করে না।

এর আগে রাশিয়া গত ২১ নভেম্বর ইউক্রেনের দেনিপ্র শহরে প্রথমবার তাদের ওরেশনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই আক্রমণকে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে ইউক্রেনের হামলার জবাব হিসেবে অভিহিত করেছিলেন।

ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত