Ad

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হঠাৎ কেন সামরিক আইন জারি করলেন, এখন সামনে কী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ১৭: ১০

দক্ষিণ কোরিয়ায় গতকাল মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট ইউন সুক ইওলের আকস্মিক সামরিক আইন জারির ঘোষণায় হতবিহ্বল হয়ে পড়েন দেশটির অধিবাসীরা। প্রায় ৫০ বছরের মধ্যে এশিয়ার গণতান্ত্রিক এ দেশটিতে সামরিক আইন জারির ঘোষণা ছিল এটিই প্রথম।

গতকাল রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ অপ্রত্যাশিত সিদ্ধান্তের ঘোষণা দেন প্রেসিডেন্ট ইউন সুক। এর পেছনে যুক্তি হিসেবে ‘রাষ্ট্রবিরোধী শক্তি’ ও উত্তর কোরিয়া থেকে হুমকির কথা জানান তিনি।

তবে দ্রুতই এটা পরিষ্কার হয়ে ওঠে, বাইরের কোনো হুমকিতে নয়; বরং নিজস্ব রাজনৈতিক ঝামেলার জেরেই এ সিদ্ধান্ত নেন ইউন সুক।

এখনো, ওই ঘটনার প্রতিবাদে পার্লামেন্টের বাইরে গতকাল রাতেই সমবেত হন হাজারো মানুষ। একই সময় প্রেসিডেন্টের ওই পদক্ষেপ জরুরি এক ভোটাভুটির মাধ্যমে আটকে দিতে পার্লামেন্টে ছুটে যান বিরোধীদলীয় আইনপ্রণেতারা।

পার্লামেন্টে আইনপ্রণেতাদের ভোটে হেরে প্রেসিডেন্ট ইউন কয়েক ঘণ্টা পরই আবার হাজির হন। জানান ওই রায় মেনে নেওয়ার কথা। সেই সঙ্গে ঘোষণা দেন সামরিক আইন প্রত্যাহারের।

এখন, ইউন সুক সম্ভাব্য ইম্পিচমেন্ট (অভিশংসন) ও এর ধারাবাহিকতায় এমনকি নিজ দল থেকেই বহিষ্কারের শিকার হতে পারেন।

বিষয়:

ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত