Ad

যুদ্ধে ৪৩ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন: জেলেনস্কি

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে চলমান এই যুদ্ধে ৩ লাখ ৭০ হাজার সেনা আহত হয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ১২: ০১
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৪: ৪৭
ছবি: সংগৃহীত

রাশিয়ার সঙ্গে যুদ্ধে ৪৩ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন বলে স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার (৮ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এছাড়াও প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধে পৌনে চার লাখ সেনা আহত হয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে চলমান এই যুদ্ধে ৩ লাখ ৭০ হাজার সেনা সৈন্যের আহত হয়েছেন। চলমান এই যুদ্ধে এক লাখ ৯৮ হাজার রাশিয়ান সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ লাখ ৫০ হাজার রুশ সেনা। বিবিসি জেলেনস্কির এই দাবি যাচাই করতে সক্ষম হয়নি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনের হতাহতের বিষয়ে প্রেসিডেন্ট জানিয়েছিলেন, রুশ হামলায় ৩১ হাজার ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ার সামরিক বাহিনী।

ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত