আতিকুর রহমান, চবি
চট্টগ্রাম মহানগরীতে পানি সরবরাহে কর্ণফুলীর নদীর পানি শোধনাগার নির্মাণের প্রকল্প গ্রহণ করেছে চট্টগ্রাম ওয়াসা। দক্ষিণ বোয়ালখালীর ভাণ্ডালজুড়িতে পানি পরিশোধনাগারের আশপাশে ৬৩ কোটি লিটার সক্ষমতার এই কেন্দ্রটির ইনটেক পয়েন্ট করা হবে। ওয়াসার কর্মকর্তারা বলছেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে ২০৪২ সালে গিয়েও নগরীতে পানির বর্ধিত চাহিদা মেটানো সম্ভব হবে। প্রস্তাবিত প্রকল্পটির নাম 'লবণাক্ততা পরিহারের লক্ষ্যে মোহরা পানি শোধনাগারের ইনটেক স্থানান্তর এবং উৎপাদন ক্ষমতা বৃদ্ধিকরণ’।
কয়েক বছর ধরেই এই সংকট চলছে। শুষ্ক মৌসুমে নগরীর হালিশহর, উত্তর কাট্টলী, পতেঙ্গা, বাকলিয়া, লালখান বাজার, শুলকবহর, আমানবাজার, আমবাগান, শেরশাহ, কালুরঘাট শিল্প এলাকা, চন্দনপুরাসহ নগরীর বিভিন্ন এলাকায় পানি সরবরাহ বিঘ্নিত হয়।
চলমান এই সংকটের সঙ্গে আছে পানির বর্ধিত চাহিদা। চট্টগ্রাম ওয়াসার কর্মকর্তারা বলছেন, ২০৩২ সালে চট্টগ্রামে পানির দৈনিক চাহিদা ৭৫ কোটি লিটার ছাড়িয়ে যাবে। ২০৪২ সালে চাহিদা হবে ১০০ কোটি লিটারের বেশি।
চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন, ‘বর্তমানে পানির দৈনিক গড় চাহিদা ৫৮ কোটি লিটার। বিপরীতে সরবরাহ করা হয় ৪৮ থেকে ৪৯ কোটি লিটার।’
চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেছেন, প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের প্রাথমিক প্রস্তাবে পরিকল্পনা মন্ত্রণালয় অনুমতি দিয়েছে। দুই-তিন মাসের মধ্যে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হতে পারে। তিনি জানান, কর্ণফুলী নদীর দক্ষিণ তীরের ভাণ্ডালজুড়ি বা যে অংশে সারা বছর প্রবাহ ভালো থাকে, সেরকম কোনো স্থান থেকে এই পানি নিতে চায় তারা।
এদিকে পরিবেশবিদরা বলছেন, দৈনিক ৬৩ কোটি লিটার পানি নিলে কর্ণফুলী নদীর জীববৈচিত্র্য কিংবা বাস্তুতন্ত্রে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা, তা নিশ্চিত হয়েই প্রকল্পটি বাস্তবায়ন হওয়া উচিত।
হালদা নদী যেখানে কর্ণফুলীর সঙ্গে মিশেছে, তার আধা কিলোমিটারের মধ্যে রয়েছে চট্টগ্রাম ওয়াসার মোহরা পানি শোধনাগার ফেইজ-১। এর জন্য দিনে ৯ কোটি লিটার পানি তোলা হয়।
দুই নদীর সংযোগস্থলের ছয় কিলোমিটার উজানে মদুনাঘাট পানি শোধনাগারের জন্যও প্রতিদিন ৯ কোটি লিটার পানি প্রয়োজন পড়ে।
ওয়াসার এই উদ্যোগের বিষয়ে পরিবেশ বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, ‘ভূগর্ভের পরিবর্তে নদীর পানি পরিশোধন করা ভালো। কিন্তু নদী থেকে কতটুকু পানি উত্তোলনযোগ্য, সেটা আগে জানতে হবে।’
তিনি বলেন, ‘কর্ণফুলী জোয়ার-ভাটার নদী। হয়তো পানি পরিশোধনের জন্য তুলে নিলে তা আবার জোয়ারের পানিতে পূরণ হবে। কিন্তু কতটুকু পানি দৈনিক নেওয়া হবে, সম্ভাব্যতা যাচাই না করে সেটা বলাটা ঠিক হবে না।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক অধ্যাপক মনজুরুল কিবরিয়া বলেন, ‘এখনো দুটি প্রকল্পে দৈনিক ১৮ কোটি লিটার পানি কর্ণফুলী থেকে নেওয়া হয়। যে প্রকল্পের কথা বলা হচ্ছে, তাতে প্রায় সাড়ে তিন গুণ বেশি পানি তোলা হবে দিনে। তাই এই প্রকল্পে নদী ও পরিবেশের প্রভাব বিবেচনা করতে হবে।’
চট্টগ্রাম মহানগরীতে পানি সরবরাহে কর্ণফুলীর নদীর পানি শোধনাগার নির্মাণের প্রকল্প গ্রহণ করেছে চট্টগ্রাম ওয়াসা। দক্ষিণ বোয়ালখালীর ভাণ্ডালজুড়িতে পানি পরিশোধনাগারের আশপাশে ৬৩ কোটি লিটার সক্ষমতার এই কেন্দ্রটির ইনটেক পয়েন্ট করা হবে। ওয়াসার কর্মকর্তারা বলছেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে ২০৪২ সালে গিয়েও নগরীতে পানির বর্ধিত চাহিদা মেটানো সম্ভব হবে। প্রস্তাবিত প্রকল্পটির নাম 'লবণাক্ততা পরিহারের লক্ষ্যে মোহরা পানি শোধনাগারের ইনটেক স্থানান্তর এবং উৎপাদন ক্ষমতা বৃদ্ধিকরণ’।
কয়েক বছর ধরেই এই সংকট চলছে। শুষ্ক মৌসুমে নগরীর হালিশহর, উত্তর কাট্টলী, পতেঙ্গা, বাকলিয়া, লালখান বাজার, শুলকবহর, আমানবাজার, আমবাগান, শেরশাহ, কালুরঘাট শিল্প এলাকা, চন্দনপুরাসহ নগরীর বিভিন্ন এলাকায় পানি সরবরাহ বিঘ্নিত হয়।
চলমান এই সংকটের সঙ্গে আছে পানির বর্ধিত চাহিদা। চট্টগ্রাম ওয়াসার কর্মকর্তারা বলছেন, ২০৩২ সালে চট্টগ্রামে পানির দৈনিক চাহিদা ৭৫ কোটি লিটার ছাড়িয়ে যাবে। ২০৪২ সালে চাহিদা হবে ১০০ কোটি লিটারের বেশি।
চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন, ‘বর্তমানে পানির দৈনিক গড় চাহিদা ৫৮ কোটি লিটার। বিপরীতে সরবরাহ করা হয় ৪৮ থেকে ৪৯ কোটি লিটার।’
চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেছেন, প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের প্রাথমিক প্রস্তাবে পরিকল্পনা মন্ত্রণালয় অনুমতি দিয়েছে। দুই-তিন মাসের মধ্যে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হতে পারে। তিনি জানান, কর্ণফুলী নদীর দক্ষিণ তীরের ভাণ্ডালজুড়ি বা যে অংশে সারা বছর প্রবাহ ভালো থাকে, সেরকম কোনো স্থান থেকে এই পানি নিতে চায় তারা।
এদিকে পরিবেশবিদরা বলছেন, দৈনিক ৬৩ কোটি লিটার পানি নিলে কর্ণফুলী নদীর জীববৈচিত্র্য কিংবা বাস্তুতন্ত্রে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা, তা নিশ্চিত হয়েই প্রকল্পটি বাস্তবায়ন হওয়া উচিত।
হালদা নদী যেখানে কর্ণফুলীর সঙ্গে মিশেছে, তার আধা কিলোমিটারের মধ্যে রয়েছে চট্টগ্রাম ওয়াসার মোহরা পানি শোধনাগার ফেইজ-১। এর জন্য দিনে ৯ কোটি লিটার পানি তোলা হয়।
দুই নদীর সংযোগস্থলের ছয় কিলোমিটার উজানে মদুনাঘাট পানি শোধনাগারের জন্যও প্রতিদিন ৯ কোটি লিটার পানি প্রয়োজন পড়ে।
ওয়াসার এই উদ্যোগের বিষয়ে পরিবেশ বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, ‘ভূগর্ভের পরিবর্তে নদীর পানি পরিশোধন করা ভালো। কিন্তু নদী থেকে কতটুকু পানি উত্তোলনযোগ্য, সেটা আগে জানতে হবে।’
তিনি বলেন, ‘কর্ণফুলী জোয়ার-ভাটার নদী। হয়তো পানি পরিশোধনের জন্য তুলে নিলে তা আবার জোয়ারের পানিতে পূরণ হবে। কিন্তু কতটুকু পানি দৈনিক নেওয়া হবে, সম্ভাব্যতা যাচাই না করে সেটা বলাটা ঠিক হবে না।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক অধ্যাপক মনজুরুল কিবরিয়া বলেন, ‘এখনো দুটি প্রকল্পে দৈনিক ১৮ কোটি লিটার পানি কর্ণফুলী থেকে নেওয়া হয়। যে প্রকল্পের কথা বলা হচ্ছে, তাতে প্রায় সাড়ে তিন গুণ বেশি পানি তোলা হবে দিনে। তাই এই প্রকল্পে নদী ও পরিবেশের প্রভাব বিবেচনা করতে হবে।’
চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড প্রার্থনা করেন। এসময় আদালত শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
৪২ মিনিট আগে‘ইত্তেফাক’ (ঐক্যবদ্ধ) ‘ইত্তেহাদ’ স্লোগানে স্লোগানে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা মুফতি ওলামায়ে কেরামদের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মায়ানমারে নিজ ঠিকানায় ফেরার দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
৪ ঘণ্টা আগেগাজীপুরের কোনাবাড়িতে ভয়াবহ আগুনে তিনটি বাড়ির ৫৭টি কক্ষ পুড়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ আগুন লাগে। এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
৪ ঘণ্টা আগেবুধবার সকালে রাসেল ভটভটি নিয়ে মাটি কাটার কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। ভূরুঙ্গামারী -বাগভান্ডার সড়কের ক্যাম্পের মোড়ে পৌছলে দ্রুত গতির কারণে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় চালক রাসেল ভটভটির নীচে চাপা পড়ে।
৫ ঘণ্টা আগে