Ad

ডিসেম্বরে প্রবাসী আয়ে রেকর্ড

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ২০: ০০
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ২০: ১০

প্রবাসী আয়ে রেকর্ড সৃষ্টি হয়েছে চলতি ডিসেম্বর মাসে। ২১ দিনে ২ বিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। রোববার বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ডিসেম্বরের ২১ দিনে বৈধপথে ২০০ কোটি ৭৩ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ রেমিট্যান্স এসেছে দেশে। যার মূল্যমান ২৪ হাজার কোটি টাকার অধিক (প্রতি ডলার ১২০ টাকা ধরে)। দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৫৫ লাখ ডলার বা এক হাজার ১৪৫ কো‌টি টাকা।

ডিসেম্বরে দেশের প্রবাসী আয় রেকর্ড তিন বিলিয়ন ডলার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য, ডিসেম্বরের মাসের ২১ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬১ কোটি ৩১ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৭ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৩১ কোটি ১৬ লাখ মার্কিন ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

বিষয়:

ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত