Ad

বাংলাদেশকে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ১৮: ৫৩
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৯: ২৫

বাংলাদেশকে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। এ বিষয়ে সরকার এবং বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। ঐ চুক্তির আওতায় ৪০ কোটি ডলার বা প্রায় ৪ হাজার ৮০০ কোটি টাকা ঋণ দেবে।

রোববার রাজধানীর শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এ চুক্তি স্বাক্ষর হয়।

ইআরডি সূত্র জানিয়েছে ,ঋণের অর্থে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি) প্রকল্পের লক্ষ্য হলো- নগরগুলোর সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং নিজস্ব উৎস থেকে আয় বৃদ্ধির কার্যক্রম জোরদার করা। এ ছাড়া পরিচালন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমসহ মৌলিক নগর পরিষেবাগুলোর বৃদ্ধি করা।

এছাড়াও টেকসই পরিকল্পনা প্রণয়ন, অর্থায়ন, বাস্তবায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে পৌরসভা ও সিটি করপোরেশনগুলোর প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি করা প্রকল্পের অন্যতম লক্ষ্য । প্রকল্পটি ২০৩০ সালের জুনের মধ্যে বাস্তবায়িত হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে জলবায়ু সহিষ্ণু উন্নত নগর-অবকাঠামো সুবিধা নির্মিত হবে। এর ফলে দেশের ৮১টি পৌরসভা ও ছয়টি সিটি করপোরেশনের ১ কোটি ৭০ লাখ মানুষ প্রত্যক্ষভাবে উপকৃত হবে।

চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডির অতিরিক্ত সচিব ফরিদ আজিজ এবং আইডিএ এর পক্ষে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক চুক্তিতে স্বাক্ষর করেন।

বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা,বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিষয়:

ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত