Ad

ফের ২০ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ২০: ৫৭
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ২০: ৫৮

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। গত সেপ্টেম্বরে আকুর আমদানি দায় পরিশোধ করার পর রিজার্ভ কমে ১৯ বিলিয়ন ডলারের নিচে নেমে যায়। রেমিট্যান্স ও রপ্তানি আয় বৃদ্ধিতে রিজার্ভ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা এ তথ্য নিশ্চিত করেছেন।

তথ্য অনুযায়ী, সোমবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বিপিএম-৬ অনুযায়ী গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ২০ দশমিক ১৬ বিলিয়ন ডলার। এ সময় বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ২৪ দশমিক ৯৮ বিলিয়ন ডলার।

এর আগে গত ১৮ ডিসেম্বর বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ১৯ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। আকুর দায় পরিশোধের পর গত ১২ নভেম্বর রিজার্ভ ছিল ১৮ দশমিক ১৯ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, গত কয়েক মাস ধরে রেমিট্যান্স প্রবৃদ্ধি ভালো। আবার রপ্তানি আয়ও বেড়েছে। এছাড়া বাংলাদেশ ব্যাংক আইএমএফের লক্ষ্যমাত্রা অনুযায়ী রিজার্ভ বাড়াতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কিনেছে। ফলে রিজার্ভ বেড়েছে।

চলতি ডিসেম্বরের ২১ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ২৮ শতাংশ বেশি। রেমিট্যান্সের এই ধারা অব্যাহত থাকলে ২০২৪ সাল শেষে ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। এ বছরে এখন পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ২৬ দশমিক ২৫ বিলিয়ন ডলার।

বিষয়:

ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত