Ad

হাসিনাকে ফেরত: পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পেয়েছে ভারত

ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ২১: ২৯
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ২১: ৩৪

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এনডিটিভির কাছে চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছে দিল্লির পররাষ্ট্র দপ্তর।

ভারতের পররাষ্ট্র দপ্তরের সূত্র জানায়, হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ সম্পর্কিত একটি কূটনৈতিক পত্র আজ বাংলাদেশ হাইকমিশন থেকে আমরা হাতে পেয়েছি। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে এনডিটিভি।

এর আগে ভারতকে কূটনৈতিক পত্র পাঠানোর তথ্য গণমাধ্যমকে জানান পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান তিনি। কোন উপায়ে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে। ওই চুক্তি অনুযায়ী ভারত শেখ হাসিনাকে পাঠাতে পারে।

অন্য দিকে, সোমবার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গত ৫ আগস্ট গণআন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

বিষয়:

ভারত
ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত