স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে
অপেক্ষার পর অবশেষে চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসর। হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে সেরাদের আসরের ম্যাচ গুলো নিরপেক্ষ ভেন্যুতে। নিয়ম অনুযায়ী, ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুবাইয়ে।
বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি। সেদিন দুবাইতে ভারতের বিপক্ষে খেলবে তারা। বহুল আকাঙ্ক্ষিত পাকিস্তান-ভারত ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি। ম্যাচটির ভেন্যু দুবাই। এর আগে করাচিতে উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে পাকিস্তান।
৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেবে। যেখানে গ্রুপ ‘এ’তে আছে বাংলাদেশ। গ্রুপে লাল সবুজের দলের বাকি দুই প্রতিপক্ষ হলো পাকিস্তান ও নিউজিল্যান্ড। অন্যদিকে ‘বি’ গ্রুপের দল চারটি হলো অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও ইংল্যান্ড।
গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ২৭ ফেব্রুয়ারি একই ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে ফিল সিমন্সের শিষ্যরা।
চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ সূচি
গ্রুপ এ: পাকিস্তান, ভারত, বাংলাদেশ, নিউজিল্যান্ড
গ্রুপ বি: অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, ইংল্যান্ড
তারিখ | ম্যাচ | ভেন্যু |
---|---|---|
১৯ ফেব্রুয়ারি | পাকিস্তান - নিউজিল্যান্ড | করাচি |
২০ ফেব্রুয়ারি | বাংলাদেশ - ভারত | দুবাই |
২১ ফেব্রুয়ারি | আফগানিস্তান - দক্ষিণ আফ্রিকা | করাচি |
২২ ফেব্রুয়ারি | ইংল্যান্ড - অস্ট্রেলিয়া | লাহোর |
২৩ ফেব্রুয়ারি | পাকিস্তান - ভারত | দুবাই |
২৪ ফেব্রুয়ারি | বাংলাদেশ - নিউজিল্যান্ড | রাওয়ালপিন্ডি |
২৫ ফেব্রুয়ারি | অস্ট্রেলিয়া - দক্ষিণ আফ্রিকা | রাওয়ালপিন্ডি |
২৬ ফেব্রুয়ারি | আফগানিস্তান - ইংল্যান্ড | লাহোর |
২৭ ফেব্রুয়ারি | বাংলাদেশ - পাকিস্তান | রাওয়ালপিন্ডি |
২৮ ফেব্রুয়ারি | আফগানিস্তান - অস্ট্রেলিয়া | লাহোর |
১ মার্চ | ইংল্যান্ড - দক্ষিণ আফ্রিকা | করাচি |
২ মার্চ | নিউজিল্যান্ড - ভারত | দুবাই |
৪ মার্চ | প্রথম সেমিফাইনাল | দুবাই |
৫ মার্চ | দ্বিতীয় সেমিফাইনাল | লাহোর |
৯ মার্চ | ফাইনাল | লাহোর/দুবাই |
অপেক্ষার পর অবশেষে চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসর। হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে সেরাদের আসরের ম্যাচ গুলো নিরপেক্ষ ভেন্যুতে। নিয়ম অনুযায়ী, ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুবাইয়ে।
বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি। সেদিন দুবাইতে ভারতের বিপক্ষে খেলবে তারা। বহুল আকাঙ্ক্ষিত পাকিস্তান-ভারত ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি। ম্যাচটির ভেন্যু দুবাই। এর আগে করাচিতে উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে পাকিস্তান।
৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেবে। যেখানে গ্রুপ ‘এ’তে আছে বাংলাদেশ। গ্রুপে লাল সবুজের দলের বাকি দুই প্রতিপক্ষ হলো পাকিস্তান ও নিউজিল্যান্ড। অন্যদিকে ‘বি’ গ্রুপের দল চারটি হলো অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও ইংল্যান্ড।
গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ২৭ ফেব্রুয়ারি একই ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে ফিল সিমন্সের শিষ্যরা।
চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ সূচি
গ্রুপ এ: পাকিস্তান, ভারত, বাংলাদেশ, নিউজিল্যান্ড
গ্রুপ বি: অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, ইংল্যান্ড
তারিখ | ম্যাচ | ভেন্যু |
---|---|---|
১৯ ফেব্রুয়ারি | পাকিস্তান - নিউজিল্যান্ড | করাচি |
২০ ফেব্রুয়ারি | বাংলাদেশ - ভারত | দুবাই |
২১ ফেব্রুয়ারি | আফগানিস্তান - দক্ষিণ আফ্রিকা | করাচি |
২২ ফেব্রুয়ারি | ইংল্যান্ড - অস্ট্রেলিয়া | লাহোর |
২৩ ফেব্রুয়ারি | পাকিস্তান - ভারত | দুবাই |
২৪ ফেব্রুয়ারি | বাংলাদেশ - নিউজিল্যান্ড | রাওয়ালপিন্ডি |
২৫ ফেব্রুয়ারি | অস্ট্রেলিয়া - দক্ষিণ আফ্রিকা | রাওয়ালপিন্ডি |
২৬ ফেব্রুয়ারি | আফগানিস্তান - ইংল্যান্ড | লাহোর |
২৭ ফেব্রুয়ারি | বাংলাদেশ - পাকিস্তান | রাওয়ালপিন্ডি |
২৮ ফেব্রুয়ারি | আফগানিস্তান - অস্ট্রেলিয়া | লাহোর |
১ মার্চ | ইংল্যান্ড - দক্ষিণ আফ্রিকা | করাচি |
২ মার্চ | নিউজিল্যান্ড - ভারত | দুবাই |
৪ মার্চ | প্রথম সেমিফাইনাল | দুবাই |
৫ মার্চ | দ্বিতীয় সেমিফাইনাল | লাহোর |
৯ মার্চ | ফাইনাল | লাহোর/দুবাই |
তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে টেবিল টেনিসের উন্মুক্ত একক টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ টেবিল টেনিসের ব্যবস্থাপনায় ও জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনায় আগামী ২১ থেকে ২৩ ফেব্রুয়ারি শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।
১ ঘণ্টা আগেদরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে সেরা আট দলের টুর্নামেন্টের। সেখানে ভালো কিছু করবে পাকিস্তান ও বাবর আজম, এমনটাই দৃঢ় বিশ্বাস মোহাম্মদ আমিরের।
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফি খেলতে বাংলাদেশ দলের ক্রিকেটাররা এখন আছেন দুবাইয়ে। প্রস্তুতি নিচ্ছে মাঠে নামার জন্য। অফ ফর্মের কারণে সেই দলে জায়গা না পাওয়া লিটন দাস আছেন বাংলাদেশে
৪ ঘণ্টা আগেবিদ্রোহ প্রত্যাহার করেছেন বাংলাদেশ নারী দলের ফুটবলাররা। একই সঙ্গে অনুশীলনে ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন বিদ্রোহে যাওয়া ১৮ নারী ফুটবলার।
৫ ঘণ্টা আগে