Ad

হাসান আরিফের শূন্যতা সহজে পূরণ হবার নয়: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ১৯: ০১

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে সেটা সহজে পূরণ হবার নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সন্ধ্যায় উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবর পেয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শোক জানাতে গিয়ে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, তিনি শুধু স্বনামধন্য আইনজীবীই ছিলেন না। তিনি একজন গণতন্ত্রে বিশ্বাসী বিশিষ্ট মানুষও ছিলেন। এখন গণতন্ত্র উত্তরণে যে কাজ শুরু হয়েছে সেখানে তার খুব বেশি প্রয়োজন ছিলো। আমি একজন সুহৃদকে হারিয়েছি। দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি। তার পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি।

বিষয়:

বিএনপি
ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত