Ad

মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিচ্ছেন না খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৩: ৩৬
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৪: ০১

বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় ২১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত করেছে মুক্তিযোদ্ধা দল।

বৃহস্পতিবার বিএনপি একটি সূত্র এ তথ্য জানিয়েছে। মুক্তিযোদ্ধা সমাবেশে অংশ নেয়ার কথা ছিল বিএনপি চেয়ারপারসনের।

দলীয় সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়া চলতি মাসের শেষদিকে উন্নত চিকিৎসার জন‍্য লন্ডনে যাবেন। সেখান থেকে ফিরে আসার পর এই সমাবেশ অনুষ্ঠিত হবে ।

এদিকে আজ সকালে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়া গত পরশু রাত থেকে অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে তার সমাবেশে অংশ নেওয়া বাতিল করা হয়েছে।

সম্প্রতি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত সাংবাদিকদের জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২১ ডিসেম্বর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এর মাধ্যমে দীর্ঘ সাত বছর পর প্রথম কোনো রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ সম্প্রতি বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। তখন বিএনপির চেয়ারপারসনকে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান তারা।

ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত