Ad

আঙুলে চোট, তিন সপ্তাহ মাঠের বাইরে সৌম্য

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ১২: ৫৮
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৩: ২০
সৌম্য সরকার। ছবি: সংগৃহীত

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানে হারিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে এক ম্যাচ হাতে রেখেই কুড়ি ওভারের সিরিজ নিজেদের করে নিয়েছে লাল সবুজের দল। সিরিজ জয়ের পর দুঃসংবাদ পেয়েছে সফরকারীরা। চোটের কারণে ছিটকে গেছেন সৌম্য সরকার।

সেন্ট ভিনসেন্টে আগে ব্যাট করে ১২৯ রান জড়ো করে বাংলাদেশ। জবাবে ১০২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। স্বাগতিকদের ইনিংসের সপ্তম ওভারের ঘটনা। ক্যাচ নিতে গিয়ে ডান তর্জনীতে চোট পান সৌম্য। এজন্য মাঠ ছাড়তে হয় তাকে। ম্যাচের বাকি সময়ে আর মাঠে নামা হয়নি বাঁহাতি ওপেনারের। ম্যাচ শেষে বাংলাদেশ দলের ফিজিও বায়জেদুল ইসলাম জানিয়েছেন, কেটে যাওয়ায় সৌম্যর তর্জনীতে সেলাই করতে হয়েছে। তার সুস্থ হতে তিন থেকে চার সপ্তাহের মতো লেগে যাবে।

বিবৃতিতে বাংলাদেশ দলের ফিজিও বলেন, ‘ফিল্ডিংয়ের সৌম্য তার ডান তর্জনীতে চোট পান। সেখানে কেটে গেছে। সেই জন্য পাঁচটি সেলাই করতে হয়েছে। ম্যাচের পরে এক্স-রে করা হয়েছে। তার সুস্থ হতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে।’

এদিন ব্যাট হাতে ভালো করতে পারেননি সৌম্য। ইনিংস ওপেন করতে নেমে ১৮ বলে ১১ রান করে ফিরে গেছেন। এর আগে সিরিজের প্রথম ম্যাচে ৩২ বলে খেলেছিলেন ৪৩ রানের ইনিংস। সে ম্যাচে ৭ রানের জয় পেয়েছিল বাংলাদেশ।

ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত