Ad

বাংলাদেশ ৩, ওয়েস্ট ইন্ডিজ ০!

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ০৯: ৪৯
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১২: ০৫

ওয়ানডে সিরিজে হারের শোধ গুনে গুনে নিল বাংলাদেশ। তিন ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সিরিজ জিতলো ৩-০ এর পরিষ্কার ব্যবধানে। টানা দুই ম্যাচ জিতে আগেই সিরিজ জিতে নেয় বাংলাদেশ। সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে অপেক্ষা ছিল একটাই- সিরিজটা ৩-০ হচ্ছে কিনা? ৮০ রানে ম্যাচ জিতে শেষ ম্যাচে সেই ইচ্ছেও পুরো করলো বাংলাদেশ। কোনো সন্দেহ নেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে টি- টোয়েন্টিতে এমনভাবে উড়িয়ে দেওয়ার এই নজির বাংলাদেশকে এই ফরমেটে অনেক আত্মবিশ্বাস জোগাবে। একটু জানিয়ে দেই, ওয়েস্ট ইন্ডিজ এই ফরমেটের বিশ্বকাপে দুবারের চ্যাম্পিয়ন।

সেইন্ট ভিনসেন্টের আর্নস ভ্যালেতে শুক্রবার (২০ ডিসেম্বর) সিরিজের শেষ টি- টোয়েন্টিতে ম্যাচ জেতার মূল কাজ বাংলাদেশ সেরে ফেলে ব্যাটিংয়ে। ২০ ওভারে ৭ উইকেটে ১৮৯ রানের বড় স্কোর গড়ে বাংলাদেশ। যেখানে ব্যাট হাতে আরেকবার নেতৃত্ব দেন জাকের আলী। ৪১ বলে তার অপরাজিত ৭২ রানের দুর্দান্ত ইনিংস বাংলাদেশের স্কোর দুই শোর কাছাকাছি নিয়ে যায়। ওপেনার পারভেজ ইমনও আক্রমণাত্মক ইনিংস খেলেন। ২১ বলে ৩৯ রান করেন ইমন। জাকের আলীর হার না মানা ৭২ রানে বাউন্ডারি ছিল ৩টি, ছক্কা ছয়টি। এই হিসাবই জানাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বোলিং বেশ ভালোই উপভোগ করেছেন এই তরুণ।

বাংলাদেশের ১৮৯ রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই সংকটে পড়ে। কোনো সময়ই মনে হয়নি তারা এই ম্যাচে বিশাল কিছু করতে পারবে? ১৬.৪ ওভারে ১০৯ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। বাংলাদেশের পাঁচ বোলারের সবাই উইকেট পান। তবে শিকার সংখ্যায় সবাইকে ছাড়িয়ে যান রিশাদ হোসেন। ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট পান।

ব্যাটে দাপট দেখানো জাকের আলী ম্যাচসেরা হন।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১৮৯/৭ (২০ ওভারে, জাকের আলী ৭২*, পারভেজ ৩৯)। ওয়েস্ট ইন্ডিজ ১০৯/১০ (১৬.৪ ওভারে, শেফার্ড ৩৩, রিশাদ ৩/২১, তাসকিন ২/৩০, মাহেদি ২/১৩, হাসান ১/৯)।

ফল: বাংলাদেশ ৮০ রানে জয়ী। সিরিজ: বাংলাদেশ ৩, ওয়েস্ট ইন্ডিজ ০।

বিষয়:

ক্রিকেট
ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত