Ad

ইন্টারকন্টিনেন্টাল কাপের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ১০: ০৯

২০১৪ সাল থেকে পাঁচবার ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে খেলেও কখনও হারেনি রিয়াল মাদ্রিদ। বুধবার (১৮ ডিসেম্বর) কাতারের দোহার লুসাইল স্টেডিয়ামে তারা আবারও ট্রফি জয় করে। ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে ও রদ্রিগো গোয়েসের লক্ষ্যভেদে ৩-০ গোলের জয়ে চ্যাম্পিয়ন হয়েছে লস ব্লাঙ্কোসরা। এই শিরোপা জয় দিয়ে স্প্যানিশ জায়ান্টরা এই প্রতিযোগিতায় সর্বাধিক চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডটি ছয়ে উন্নীত করল।

দু’বছর আগে ১৮ ডিসেম্বরের কথা ফুটবল ভক্তদের ভুলে যাবার কথা নয়। মেসির হাতে কাতারের লুসাইল স্টেডিয়ামে উঠেছিল বিশ্বকাপের শিরোপা। বুধবার ওই লুসাইলেই ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতল রিয়াল।

ম্যাচের ৩৭ মিনিটে প্রথম গোল করে কার্লো আনচেলত্তির দল। ইনজুরি কাটিয়ে ফেরা এমবাপ্পেকে দিয়ে নিঃস্বার্থ গোল করান গতকাল কাতারে ফিফা দ্য বেস্ট জেতা ভিনিসিয়াস।

দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে ব্যবধান ২-০ করে শিরোপা একপ্রকার নিশ্চিত করে ফেলেন রদ্রিগো। শেষটায় গোল পান ভিনিও। ৮৪ মিনিটে পেনাল্টি থেকে জালে বল পাঠিয়ে ত্রিফলার নিখুঁত সমাপ্তি টানেন। রিয়ালকে জেতান মৌসুমে দ্বিতীয় শিরোপা।

বিষয়:

ফিফা
ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত