Ad

ছোট জুটিতে ভারতের ত্রাণকর্তা বুমরাহ-আকাশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৭: ৪৭

ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফলোঅনের শঙ্কায় ছিল ভারত। প্রথম ইনিংসে অজিদের করা ৪৪৫ রানের জবাবে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারী শিবির। যদিও শেষ পর্যন্ত জাসপ্রিত বুমরাহ ও আকাশ দীপের দৃঢ়তায় ফলোঅন এড়িয়েছে ভারত।

তৃতীয় দিনশেষে নিজেদের প্রথম ইনিংসে ৫১ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছিল ভারত। অতিথিদের হয়ে হাল ধরেন কেএল রাহুল ও রবীন্দ্র জাদেজা। ষষ্ঠ উইকেটে ৬৭ রান তোলেন তারা। ব্যক্তিগত ৮৪ রানে রাহুল ফিরে গেলে ছয় উইকেটের দলে পরিণত হয় ভারত। এরপর নিতিশ রেড্ডিকে নিয়ে ৫৩ রানের জুটি গড়েন জাদেজা। ১৬ রান করে রেড্ডি বিদায় নেন। দলের হাল ধরতে না পারা মোহাম্মদ সিরাজ ফিরে যান মাত্র ১ রান করে। খানিকবাদে ৭৭ রান করা জাদেজাও বিদায় নেন। তাতেই দলীয় ২১৩ রানে ভারতের নবম উইকেটের পতন হয়।

ফলোঅন এড়ানোর জন্য শেষ উইকেটে ভারতের দরকার ছিল ৩৩ রান। ক্রিজে ছিলেন বুমরাহ ও আকাশ। টেলএন্ডার হিসেবে কাজটা কঠিনই ছিল তাদের জন্য। যদিও অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিং লাইনকে হতাশ করে ৩৯ রানের নিরবচ্ছিন্ন জুটি গড়ে দলকে ফলোঅন নামক লজ্জা থেকে উদ্ধার করেছেন এ দুজন। আকাশ ২৭ ও বুমরাহ ১০ রানে অপরাজিত থেকে শেষদিন ব্যাটিং করতে নামবেন। স্বাগতিকদের হয়ে চার উইকেট নেন প্যাট কামিন্স। মিচেল স্টার্কের শিকার তিনটি।

বিষয়:

ভারত
ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত