ক্রীড়া প্রতিবেদক
হামজা চৌধুরী বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার। খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগে লিস্টার সিটিতে। স্বজন, পরিবার ও নিজের ইচ্ছায় বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে চান তিনি। এর আগে হামজা ইংল্যান্ড যুব দলের হয়ে খেলেছেন। কোনও দেশের যুব দলের খেলোয়াড় অন্য কোনও দেশের হয়ে খেলতে ফেডারেশনের অনুমতি প্রয়োজন। এ ক্ষেত্রে এফএ তো বটেই, ফিফারও ছাড়পত্র পেয়েছেন তিনি। আগামী মার্চে এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে অভিষেক হতে পারে তার। তবে হামজা দেশের ফুটবলে পা রাখবেন সুদূর চিন্তাভাবনা নিয়ে।
বাংলাদেশের ফুটবলকে পাল্টে দিতে চান হামজা। দেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি ফুটবল অবকাঠামোতে রাখতে চান ভূমিকা। তার আরেকটি ইচ্ছা, ইউরোপের সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশের ফুটবলারদের খেলার পথ তৈরি করে দেওয়া। ইংল্যান্ডের প্রখ্যাত ফুটবল সাময়িকী দ্য অ্যাথলেটিককে এক সাক্ষাৎকারে এমন ইচ্ছার কথা জানান হামজা।
সাত বছর আগে লিস্টারে যোগ দেওয়ার পর থেকেই বাংলাদেশি ভক্তদের আকুতি শোনার কথা জানালেন ২৭ বছর বয়সী মিডফিল্ডার। লাফবরোতে বাংলাদেশি বাবা-মায়ের ঘরে জন্ম নেওয়া হামজাই দেশের বাইরের কোনও শীর্ষ লিগে খেলা ফুটবলার হিসেবে লাল-সবুজ জার্সি পরতে যাচ্ছেন। লিস্টারের নেতৃত্ব দিয়েছেন তিনি। জিতেছেন এফএ কাপও। ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব প্রতিযোগিতা ইউরোপা লিগ ও পরের ধাপের উয়েফা কনফারেন্স লিগেও খেলেছেন। নিশ্চিতভাবে তার অভিজ্ঞতা দেশের ফুটবলকে পাল্টে দেওয়ার মতো। হামজাও চাইছেন, বিশ্ব ফুটবলে বাংলাদেশকে নতুন করে তুলে ধরতে।
দ্য অ্যাথলেটিককে তিনি বলেছেন, ‘একটি ব্যাপার সবসময় আমার মাথায় ছিল, সেটা হলো আমি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবো, বিশেষ করে বাংলাদেশের মানুষের। এর মধ্যে বাংলাদেশের ভক্তদের সঙ্গে আমার ভালো একটা সংযোগও তৈরি হয়েছে। প্রতিদিনই আমি তাদের কাছ থেকে বার্তা পাই, তারা চায় আমি দেশে এসে যেন খেলি। আমিও চাই ফুটবল বিশ্বে বাংলাদেশকে আরও ভালোভাবে তুলে ধরতে।’
হামজার চোখে ক্রিকেট নয়, ফুটবলই বাংলাদেশের প্রধান খেলা, ‘এটা সম্ভবত ভুল ধারণা যে ক্রিকেটই বাংলাদেশের প্রধান খেলা। এটা ঠিক, ক্রিকেটেই সাফল্য বেশি। কিন্তু আমার মনে হয় সবার মূল খেলা ফুটবলই, যেটা তারা দেখতে ও খেলতে পছন্দ করেন।’
বাংলাদেশের হয়ে খেলে হামজা বাংলাদেশি ফুটবলারদের ইউরোপে খেলার পথ দেখাতে চান, ‘তারা যথেষ্ট ভাগ্যবান নয় কিংবা তাদের অবকাঠামো এতটা উন্নত নয় যে এই খেলোয়াড়রা ইউরোপিয়ান লিগ পর্যন্ত পৌঁছাবে। বাংলাদেশের মানুষ ফুটবল পাগল। আমি আশা করি আরও বেশি সংখ্যক বাংলাদেশি ফুটবলারের জন্য ইউরোপ কিংবা এর শীর্ষ পাঁচ লিগে খেলার পথ তৈরি করে দিতে পারবো।’
বাংলাদেশে বয়সভিত্তিক ফুটবল উন্নয়নেও কাজ করতে চান হামজা, ‘আশা করি সময়ের সঙ্গে সঙ্গে আমি বাংলাদেশের বয়সভিত্তিক ফুটবলে কিছু অবকাঠামো তৈরি করতে পারবো। স্থানীয় ফুটবল ক্লাবগুলোও তাতে অংশ নেবে।’
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গেও কাজ করতে চান তিনি, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন এরই মধ্যে অনেক কাজ করেছে। কিন্তু আমি যদি তাদের একটা ভিন্ন দৃষ্টিকোণ দিতে পারি, ইউরোপিয়ান দৃষ্টিকোণ, আশা করি সেটি সাহায্য করবে।’
সম্পূর্ণ নতুন পরিবেশে যোগ দিতে হবে হামজাকে। তার আশা উষ্ণ অভ্যর্থনা পাবেন নতুন সতীর্থদের কাছ থেকে, ‘আমি নিশ্চিত তাদের ড্রেসিংরুমে আমি উষ্ণ অভ্যর্থনা পাবো। আমি জানি তারা ইংরেজিতে কথা বলবে, আমিও তাদের সঙ্গে যোগাযোগ করার যথেষ্ট কথা বলতে পারবো। আমি তাদের ঐতিহ্য ও সংস্কৃতি শেখার জন্য উন্মুখ হয়ে আছি।’
হামজা চৌধুরী বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার। খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগে লিস্টার সিটিতে। স্বজন, পরিবার ও নিজের ইচ্ছায় বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে চান তিনি। এর আগে হামজা ইংল্যান্ড যুব দলের হয়ে খেলেছেন। কোনও দেশের যুব দলের খেলোয়াড় অন্য কোনও দেশের হয়ে খেলতে ফেডারেশনের অনুমতি প্রয়োজন। এ ক্ষেত্রে এফএ তো বটেই, ফিফারও ছাড়পত্র পেয়েছেন তিনি। আগামী মার্চে এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে অভিষেক হতে পারে তার। তবে হামজা দেশের ফুটবলে পা রাখবেন সুদূর চিন্তাভাবনা নিয়ে।
বাংলাদেশের ফুটবলকে পাল্টে দিতে চান হামজা। দেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি ফুটবল অবকাঠামোতে রাখতে চান ভূমিকা। তার আরেকটি ইচ্ছা, ইউরোপের সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশের ফুটবলারদের খেলার পথ তৈরি করে দেওয়া। ইংল্যান্ডের প্রখ্যাত ফুটবল সাময়িকী দ্য অ্যাথলেটিককে এক সাক্ষাৎকারে এমন ইচ্ছার কথা জানান হামজা।
সাত বছর আগে লিস্টারে যোগ দেওয়ার পর থেকেই বাংলাদেশি ভক্তদের আকুতি শোনার কথা জানালেন ২৭ বছর বয়সী মিডফিল্ডার। লাফবরোতে বাংলাদেশি বাবা-মায়ের ঘরে জন্ম নেওয়া হামজাই দেশের বাইরের কোনও শীর্ষ লিগে খেলা ফুটবলার হিসেবে লাল-সবুজ জার্সি পরতে যাচ্ছেন। লিস্টারের নেতৃত্ব দিয়েছেন তিনি। জিতেছেন এফএ কাপও। ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব প্রতিযোগিতা ইউরোপা লিগ ও পরের ধাপের উয়েফা কনফারেন্স লিগেও খেলেছেন। নিশ্চিতভাবে তার অভিজ্ঞতা দেশের ফুটবলকে পাল্টে দেওয়ার মতো। হামজাও চাইছেন, বিশ্ব ফুটবলে বাংলাদেশকে নতুন করে তুলে ধরতে।
দ্য অ্যাথলেটিককে তিনি বলেছেন, ‘একটি ব্যাপার সবসময় আমার মাথায় ছিল, সেটা হলো আমি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবো, বিশেষ করে বাংলাদেশের মানুষের। এর মধ্যে বাংলাদেশের ভক্তদের সঙ্গে আমার ভালো একটা সংযোগও তৈরি হয়েছে। প্রতিদিনই আমি তাদের কাছ থেকে বার্তা পাই, তারা চায় আমি দেশে এসে যেন খেলি। আমিও চাই ফুটবল বিশ্বে বাংলাদেশকে আরও ভালোভাবে তুলে ধরতে।’
হামজার চোখে ক্রিকেট নয়, ফুটবলই বাংলাদেশের প্রধান খেলা, ‘এটা সম্ভবত ভুল ধারণা যে ক্রিকেটই বাংলাদেশের প্রধান খেলা। এটা ঠিক, ক্রিকেটেই সাফল্য বেশি। কিন্তু আমার মনে হয় সবার মূল খেলা ফুটবলই, যেটা তারা দেখতে ও খেলতে পছন্দ করেন।’
বাংলাদেশের হয়ে খেলে হামজা বাংলাদেশি ফুটবলারদের ইউরোপে খেলার পথ দেখাতে চান, ‘তারা যথেষ্ট ভাগ্যবান নয় কিংবা তাদের অবকাঠামো এতটা উন্নত নয় যে এই খেলোয়াড়রা ইউরোপিয়ান লিগ পর্যন্ত পৌঁছাবে। বাংলাদেশের মানুষ ফুটবল পাগল। আমি আশা করি আরও বেশি সংখ্যক বাংলাদেশি ফুটবলারের জন্য ইউরোপ কিংবা এর শীর্ষ পাঁচ লিগে খেলার পথ তৈরি করে দিতে পারবো।’
বাংলাদেশে বয়সভিত্তিক ফুটবল উন্নয়নেও কাজ করতে চান হামজা, ‘আশা করি সময়ের সঙ্গে সঙ্গে আমি বাংলাদেশের বয়সভিত্তিক ফুটবলে কিছু অবকাঠামো তৈরি করতে পারবো। স্থানীয় ফুটবল ক্লাবগুলোও তাতে অংশ নেবে।’
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গেও কাজ করতে চান তিনি, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন এরই মধ্যে অনেক কাজ করেছে। কিন্তু আমি যদি তাদের একটা ভিন্ন দৃষ্টিকোণ দিতে পারি, ইউরোপিয়ান দৃষ্টিকোণ, আশা করি সেটি সাহায্য করবে।’
সম্পূর্ণ নতুন পরিবেশে যোগ দিতে হবে হামজাকে। তার আশা উষ্ণ অভ্যর্থনা পাবেন নতুন সতীর্থদের কাছ থেকে, ‘আমি নিশ্চিত তাদের ড্রেসিংরুমে আমি উষ্ণ অভ্যর্থনা পাবো। আমি জানি তারা ইংরেজিতে কথা বলবে, আমিও তাদের সঙ্গে যোগাযোগ করার যথেষ্ট কথা বলতে পারবো। আমি তাদের ঐতিহ্য ও সংস্কৃতি শেখার জন্য উন্মুখ হয়ে আছি।’
গোল্ড কিনেনের সমর্থন মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই আমাদের শ্রেষ্ঠত্ব অর্জনের তাড়নাকে শক্তিশালী করবে।
২ ঘণ্টা আগেটান টান উত্তেজনার ম্যাচে মাত্র দুই পয়েন্টের ব্যবধানে বিমান বাহিনীকে হারিয়েছে নৌ বাহিনী।
৫ ঘণ্টা আগেবক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়া-ভারতের পাশাপাশি মাঠে নামবে জিম্বাবুয়ে ও আফগানিস্তান। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আগামীকাল বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে আফগানরা। যদিও ম্যাচটিতে রশিদ খানকে পাবে না অতিথিরা।
৬ ঘণ্টা আগেবোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম তিন টেস্ট শেষে ১-১ সমতায় আছে অস্ট্রেলিয়া ও ভারত। খুব স্বাভাবিকভাবেই চলমান সিরিজের শেষ ম্যাচ দুটি পাচ্ছে বাড়তি গুরুত্ব। যেখানে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
৮ ঘণ্টা আগে