Ad

মোহামেডান-রহমতগঞ্জের গোল-উৎসব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ২০: ২৩

কোচ আলফাজ আহমেদের অধীনে ফুটবলের চলমান মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আহামরি বড় দল যে গঠন করে সাদা-কালো শিবির, বিষয়টা কিন্তু এমন নয়।

বসুন্ধরা কিংসের তুলনায় কম শক্তির দল গড়ে এবার প্রিমিয়ার লিগে রীতিমতো চমক দিয়ে যাচ্ছে মোহামেডান। লিগে টানা চার ম্যাচ জেতা মতিঝিলপাড়ার দলটি ফেডারেশন কাপে অপ্রত্যাশিত ভাবে রহমগঞ্জের কাছে হেরে যায়। পুরান ঢাকার দলটির কাছে গত ম্যাচে হারটি চমক হয়ে আসলেও টুর্নামেন্টে দোর্দণ্ড প্রতাপে ঘুরে দাঁড়িয়েছে মোহামেডান।

আজ বসুন্ধরা কিংস অ্যারোনায় তারা ৬-০ গোলে বিধ্বস্ত করেছে চট্টগ্রাম আবাহনীকে।

একই দিন, ময়মনসিংহের মাঠে অপর ম্যাচে রহমতগঞ্জ ৬-০ গোলে গুড়িয়ে দিয়েছে ফকিরেরপুলকে। ‘বি’ গ্রুপে টানা দুই ম্যাচ জয় পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন রহমতগঞ্জ। তাদের অর্জন সর্বোচ্চ ৬ পয়েন্ট।

অপর দিকে, এক ম্যাচ জেতা মোহামেডানের অর্জন ৩ পয়েন্ট। তারা তালিকায় দুই নম্বরে রয়েছে।কিংসে অ্যারেনায় আধিপত্য বিস্তার করে খেলেছে মোহামেডান। প্রথমার্ধের খেলায় দুই গোল করে তারা। পরে আরো চারবার চট্টগ্রাম আবাহনীর জালে বল জড়ান তারা। ১১ মিনিটে ছন্দময় আক্রমণে ইমানুয়লে সানডে গোল পান। বক্সে বল পেয়ে জটলা থেকে নিখুঁতভাবে নিশানা ভেদ করেন এই বিদেশি।

কয়েক মিনিট পর স্কোর লাইন ২-০ করে তারা। অফসাইডের ফাঁদ ভেঙে বল নিয়ন্ত্রণে নেন আরিফ। নিজে গোল করার সুযোগ পেয়ে তা কাজে না লাগিয়ে সুলেমান দিয়াবাতের দিকে বল ঠেলে দেন তিনি। ফলে কাঙ্খিত গোল পেয়ে যান মালির স্ট্রাইকার।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৫২ মিনিটে আবারো গোল পাওয়ার আনন্দ করে মোহামেডান শিবির। আড়াআড়ি ক্রসে ছুটে গিয়ে হেডে গোল করেন আরিফ। ৬৯ মিনিটে সর্তীথরে লং পাস ধরে বক্সে ঢুকে নিখুঁত শটে গোল করে মোহামেডানকে ৪-০ তে এগিয়ে দেন জিসান।

৭৭ মিনিটে আরেকটি গোল পায় দলটি। এবার সৌরভ দেওয়ান গোল করেন। চট্টগ্রামের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন জুয়েল মিয়া। অন্যদিকে, চট্টগ্রাম আবাহনী গোলের সুযোগ যে একেবারে পায়নি, তা বলা যাবে না। কিন্তু কোনো সুযোগ কাজে লাগাতে পারেনি দলটি।

অন্যদিকে, নাবীন নেওয়াজ জীবনের হ্যাটট্রিকে ফকিরেরপুলের বিপক্ষে বড় জয় পেয়েছে রহমতগঞ্জ। এছাড়া অপি, স্যামুয়েল ও তোহা একটি করে গোল করেন।

বিষয়:

ফুটবল
ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত