Ad

জাতীয় লিগে ছুটছে রংপুর-মেট্রোর জয়রথ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৬: ০৭

সিলেটে জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ দিনে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে রংপুর বিভাগ ও ঢাকা মেট্রো। মূল মাঠে হাই স্কোরিং ম্যাচে তানবীর হায়দারের ঝড়ো ব্যাটিংয়ে রাজশাহীকে ৭ উইকেটে হারিয়েছে রংপুর। অন্যদিকে একাডেমি মাঠে নাঈম শেখের ব্যাটিং ঝড়ের পর আনিসুল ইসলামের দারুণ বোলিংয়ে ঢাকা বিভাগকে ১৯ রানে হারায় মেট্রো।

মূল মাঠে আগে ব্যাটিংয়ে নেমে রাজশাহীর শুরুটা ছিল দারুণ। ইনজুরি ফেরত নাজমুল হোসেন শান্ত আগের ম্যাচে ৮০ রানের ইনিংস খেললেও এদিন তিনি আউট হন মাত্র ৬ রানে। আরেক ওপেনার হাবিবুর রহমান সোহানের ব্যাটে আসে ১৮ বলে ৩০ রান। ৫৬ রানে দুই উইকেট হারিয়ে খানিকটা বিপদে পড়া রাজশাহী বিভাগের সংগ্রহ বড় হয় সাব্বির হোসেনের ৭৩ রানের ইনিংসে। শেষদিকে ১৫ বলে ৩৮ রানের ইনিংস খেলেন গোলাম কিবরিয়া। তাতে শেষ পর্যন্ত রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৮৯ রান।

রংপুরের হয়ে আলাউদ্দিন বাবু ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান নেন তিনটি করে উইকেট।

১৯০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ঝড় তোলেন রিজওয়ান ও তানবীর। দুজন মিলে ওপেনিং জুটিতে তোলেন ৫৬ রান। দ্বিতীয় উইকেট জুটিতে ৫ রান যোগ করে প্যাভিলিয়নে ফেরেন তিনে নামা আব্দুল্লাহ আল মামুন। তবুও অবশ্য জয় পেতে বেগ পায়নি রংপুর। তানবীর ৪৫ বলে ৭১ রানের ইনিংস খেলেন। এছাড়া অধিনায়ক আকবর আলীর ব্যাটে আসে ২৯ বলে ৬৮ রান। তাতে ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে রংপুর।

সকালের অন্য ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে নাঈম শেখের ৬৯ ও শামসুর রহমান শুভর ৪৩ রানে ভর করে ঢাকা মেট্রোর সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৯০ রান। জবাবে, আনিসুল ইসলামের বোলিং তোপে ১৭১ রানে থামে ঢাকা বিভাগের ইনিংস। ৩৮ রানে চার উইকেট নেন আনিসুল। ঢাকা বিভাগের হয়ে ১৯ বলে ৩৯ রান করেন রনি তালুকদার। এ ছাড়া আরিফুল ইসলামের ব্যাটে আসে ৪১ রান।

এই জয়ে ৪ ম্যাচের সবগুলো জিতে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে ঢাকা মেট্রো। অন্য দিকে সমান পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে টেবিলের শীর্ষে আছে রংপুর।

ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত