Ad

পুঠিয়ায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত তিন

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ১৯: ১৮
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৯: ২২

রাজশাহীর পুঠিয়ায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তিন জন নিহতের হয়েছেন। শনিবার দুপুর দেড়টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কে বানেশ্বর ইউনিয়নের শিবপুর বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পুঠিয়া উপজেলার পশ্চিম কান্দ্রা গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মোটরসাইকেল চালক আবু হানিফ (২৩), স্ত্রী মোছা. ফাতেমা খাতুন (১৯) ও শালিকা মোছা. বিথী খাতুন (১৫)।

পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, মোটরসাইকেলে তিন জন আরোহী রাজশাহী থেকে না‌টোর যাওয়ার সময় রাজশাহীগামী একটি বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। মোটরসাইকেলকে ধাক্কা দিলে চালক আবু হানিফ ও বিথী ঘটনাস্থলে মারা যান। আহত অবস্থায় ফাতেমাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে তিনি সেখানে মারা যান।

বিষয়:

নিহত
ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত