Ad

ব্রিটনি স্পিয়ার্সকে সতর্ক করলেন তার ম্যানেজাররা!

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ১২: ২৩

টাকা খরচে বরাবরই পটু মার্কিন পপ সম্রাজ্ঞী ব্রিটনি স্পিয়ার্স। দুই হাতে টাকা খরচ করেন। তবে এবার তার বেহিসাবি অভ্যাসে রাশ টানতে বলা হয়েছে। আর এটি বলেছেন স্বয়ং তার ম্যানেজাররা! গায়িকার অযথা খরচ তার দলের সদস্যদের চিন্তায় ফেলে দিয়েছে। ‘টাকা ফুরিয়ে যাচ্ছে’ বলে খরচ কমানোর জন্য ব্রিটনিকে সতর্ক করেছেন তারা।

তবে পপ তারকা কারো কথা শুনতে নারাজ। ব্রিটনি স্পিয়ার্স সম্প্রতি মেক্সিকোয় জমকালো পার্টিতে জন্মদিন পালন করেছেন। সেখানে হাজার হাজার ডলার খরচ করেছেন তিনি। এই বাহুল্য খরচ বিচলিত করেছে গায়িকার ম্যানেজারদের ।

ইন টাচ উইকলি একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, পপ তারকার ম্যানেজাররা টাকা ফুরিয়ে যাওয়ার কারণে তাকে সতর্ক করেছেন। হিসাব কষে খরচ করতে বলেছেন গায়িকাকে। কিন্তু ব্রিটনির অভিযোগ, ম্যানেজাররা তাকে তার বাবার মতো নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন।

ইন টাচ উইকলি জানিয়েছে, ‘তিনি মেক্সিকোতে সাম্প্রতিক জন্মদিনের অনুষ্ঠানে সবকিছু ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে দু’হাত ভরে খরচ করেছেন। এটি ছিল চূড়ান্ত রকমের বাড়াবাড়ি।’

“কেউ তাকে ‘না’ করলে তিনি (ব্রিটনি) তা শুনতে অস্বীকার করেন।” প্রতিবেদনে বলা হয়েছে, ‘ব্রিটনি যদি কনসার্ট বা অ্যালবাম প্রকাশ করতো তাহলে তার এ ধরনের জীবনযাপন সম্ভব ছিল। কিন্তু সেই দিন এখন শেষ।’

সূত্রটি আরও উল্লেখ করেছে, ‘তার আয়ের একটি মাত্র নতুন উৎস রয়েছে, তা হলো আসন্ন বায়োপিক। যদিও এটি তার জন্য কী পরিমাণ অর্থ বয়ে আনবে সেটি অনিশ্চিত। সত্য কথা হলো, তার অর্থ ফুরিয়ে আসছে। কিন্তু তিনি এখনও অস্বাভাবিকভাবে অর্থ ব্যয় করছেন।’

উল্লেখ্য, ব্রিটনি স্পিয়ার্স ৯০-এর দশকের শেষদিকে ব্যাপক খ্যাতি অর্জন করেন। তাকে ডাকা হতো পপ সম্রাজ্ঞী। তবে অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে ব্যক্তিজীবনে তাকে ভুগতে হয়েছে। ২০১৬ সাল থেকে ব্রিটনির কোনো নতুন অ্যালবাম প্রকাশ পায়নি।

বিষয়:

বিনোদন
ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত