বিনোদন ডেস্ক
অভিনয় ছেড়ে ব্যবসার জগতে প্রবেশ করে বড় বড় তারকাদের চেয়েও অনেক বেশি টাকার মালিক এখন অভিনেতা গিরিশ কুমার। ২০১০-এর শুরুর দিকে বলিউডে নতুন তারকারা নিজেদের জায়গা তৈরি করেন। তাদের মধ্যে রয়েছেন রণবীর সিং, আয়ুষ্মান খুরানা, পরিণীতি চোপড়া, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, কৃতি স্যানন ও সিদ্ধার্থ মালহোত্রার মতো তরুণ তারকারা। কিন্তু তাদের মধ্যেই একজন গিরিশ কুমার, যিনি অভিনয় ছেড়ে ব্যবসার জগতে প্রবেশ করেন।
গিরিশ ২০১৩ সালে প্রভু দেবার ছবি ‘রামাইয়া বাস্তাভাইয়া’ দিয়ে বলিউডে পা রাখেন। ছবিটি জনপ্রিয় হলেও বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। এরপর ২০১৬ সালে তার দ্বিতীয় ছবি ‘লাভশুদ্ধা’ মুক্তি পায়, যা বাণিজ্যিকভাবে মুখ থুবড়ে পড়ে। এরপরই অভিনয় ছেড়ে দেন গিরিশ।
গিরিশ হলেন টিপস ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা কুমার এস তৌরানির ছেলে। অভিনয় ছাড়ার পর তিনি পরিবারের ব্যবসা সামলাতে শুরু করেন। বর্তমানে তিনি টিপস ইন্ডাস্ট্রিজের চিফ অপারেটিং অফিসার। এই কোম্পানির বাজারমূল্য এখন প্রায় ১০,৫১৭ কোটি।
টিপস ইন্ডাস্ট্রিজের অংশীদার হওয়ার ফলে গিরিশ প্রচুর টাকার মালিক হয়ে যান। তার মোট সম্পদ প্রায় ২১৬৪ কোটি রুপি, যা অনেক বলিউড তারকার থেকেও বেশি। এমনকি তিনি আমির খান, রণবীর সিং, বরুণ ধাওয়ানের মতো তারকাদেরও পেছনে ফেলেছেন।
অভিনয় ছেড়ে ব্যবসার জগতে প্রবেশ করে বড় বড় তারকাদের চেয়েও অনেক বেশি টাকার মালিক এখন অভিনেতা গিরিশ কুমার। ২০১০-এর শুরুর দিকে বলিউডে নতুন তারকারা নিজেদের জায়গা তৈরি করেন। তাদের মধ্যে রয়েছেন রণবীর সিং, আয়ুষ্মান খুরানা, পরিণীতি চোপড়া, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, কৃতি স্যানন ও সিদ্ধার্থ মালহোত্রার মতো তরুণ তারকারা। কিন্তু তাদের মধ্যেই একজন গিরিশ কুমার, যিনি অভিনয় ছেড়ে ব্যবসার জগতে প্রবেশ করেন।
গিরিশ ২০১৩ সালে প্রভু দেবার ছবি ‘রামাইয়া বাস্তাভাইয়া’ দিয়ে বলিউডে পা রাখেন। ছবিটি জনপ্রিয় হলেও বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। এরপর ২০১৬ সালে তার দ্বিতীয় ছবি ‘লাভশুদ্ধা’ মুক্তি পায়, যা বাণিজ্যিকভাবে মুখ থুবড়ে পড়ে। এরপরই অভিনয় ছেড়ে দেন গিরিশ।
গিরিশ হলেন টিপস ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা কুমার এস তৌরানির ছেলে। অভিনয় ছাড়ার পর তিনি পরিবারের ব্যবসা সামলাতে শুরু করেন। বর্তমানে তিনি টিপস ইন্ডাস্ট্রিজের চিফ অপারেটিং অফিসার। এই কোম্পানির বাজারমূল্য এখন প্রায় ১০,৫১৭ কোটি।
টিপস ইন্ডাস্ট্রিজের অংশীদার হওয়ার ফলে গিরিশ প্রচুর টাকার মালিক হয়ে যান। তার মোট সম্পদ প্রায় ২১৬৪ কোটি রুপি, যা অনেক বলিউড তারকার থেকেও বেশি। এমনকি তিনি আমির খান, রণবীর সিং, বরুণ ধাওয়ানের মতো তারকাদেরও পেছনে ফেলেছেন।
গত মাসের শেষদিকে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘রিকশা গার্ল’ নামের সিনেমা। সিনেমাটিতে একজন রিকশাচালকের সংগ্রাম ফুটিয়ে তোলা হয়েছে। যে কারণে এবার রিকশাচালকদের জন্য বিশেষ শো’র উদ্যোগ নেওয়া হয়েছে।
১৮ ঘণ্টা আগেবাংলাদেশের প্লেব্যাকে জনপ্রিয় নাম খান আসিফুর রহমান আগুন, যিনি আগুন হিসেবে পরিচিত। এ পর্যন্ত চলচ্চিত্রে গান গেয়েছেন প্রায় তিন হাজারের মতো। ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রে গান গাওয়ার মাধ্যমে তার চলচ্চিত্রের গানে অভিষেক হয়।
২ দিন আগেসম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে বাঁধন সরকার পূজার নতুন গান ‘এক জনমে হাজার মরণ’। গানটি লিখেছেন রাকিব হাসান রাহুল, সুর-সংগীত করেছেন অদিত রহমান। ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির।
৩ দিন আগেদুই অভিনেত্রীকে ডিবি কার্যালয়ে আনার পর থেকে গোয়েন্দারা তাদের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রসহ বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন। ষড়যন্ত্রে লিপ্ত না হওয়ার হুঁশিয়ার দিয়ে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।
৩ দিন আগে