বিনোদন ডেস্ক
তার প্রথম সিনেমা ‘সাবা’ হলেও মুক্তির বিচারে এগিয়ে থাকছে ‘প্রিয় মালতী’। এই সিনেমার মাধ্যমেই ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে অভিষেক হচ্ছে মেহজাবীন চৌধুরীর। এদিন অভিনেত্রীর এক যুগের সফল ক্যারিয়ারে নতুন পালক যুক্ত হবে ।
‘প্রিয় মালতী’ নির্মাণ করেছেন শঙ্খ দাশগুপ্ত। সম্প্রতি পেয়েছে সেন্সর সার্টিফিকেট। ইউ গ্রেড পেয়েছে সিনেমাটি। সব বয়সীরা দেখতে পারবেন এটি। ২০ ডিসেম্বর এটি মুক্তি পাওয়ার বিষয় নিশ্চিত করেছেন অন্যতম প্রযোজক আদনান আল রাজীব।
সিনেমায় মেহজাবীনের নাম মালতী রানী দাশ। পলাশ কুমার দাশের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন তিনি। আর দশটা নিম্ন-মধ্যবিত্ত দম্পতির মতো সংসার জীবনের স্বপ্ন বুনছিলেন তারা। বিয়েবার্ষিকী উপলক্ষে নৌকায় ভাসতে ভাসতে কেক কাটা, সন্ধ্যায় একটু ঘোরাঘুরি, মালতীকে অবাক করে দিয়ে পলাশের উপহার দেয়া, স্বামী-স্ত্রীর খুনসুটি– সবকিছুই চলছিল সুন্দর ছন্দে। হঠাৎ একটি মার্কেটে আগুন লাগার ঘটনায় সেই ছন্দের পতন ঘটে।
গল্পকার ও চিত্রনাট্যকার শঙ্খ দাশগুপ্ত জানান, মালতী চরিত্রটি সংগ্রামের। সামাজিক, অর্থনৈতিক, মানসিক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয় তাকে। দেশে অনেক নারীর জীবনেই এমন ঘটনা আছে। জীবন-সংগ্রামের পাশাপাশি প্রচলিত কিছু নিয়মকেও প্রশ্নবিদ্ধ করেছেন পরিচালক।
ওটিটি কনটেন্ট থেকে এবারই প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা প্রযোজনা করলেন নির্মাতা আদনান আল রাজীব। বলেন, ‘আমি এক্সাইটেড, আশা করছি আমরা যে কষ্ট করেছি সেটি মানুষ দেখবেন। একইসঙ্গে তাদের মন্তব্যটাও জরুরি। যারা সিনেমাটি দেখবেন, তারা একটা অনুভূতি নিয়ে হল থেকে বের হবেন বলে মনে করি। আর সেটি যদি দর্শকদের মধ্যে ইতিবাচকতা তৈরি করে, তবেই আমাদের সার্থকতা। যারা গল্পের সিনেমা পছন্দ করেন, অনেক দিন প্রেক্ষাগৃহে আসেন না, তাদের বলি, আপনারা ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে আসেন। হতাশ হবেন না।’
১৫ বছরের অভিনয় ক্যারিয়ারে প্রথমবারের মতো দেশের প্রেক্ষাগৃহে অভিষিক্ত হচ্ছেন মেহজাবীন। ১২ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে লিখেছেন, ‘প্রিয় মালতীর সঙ্গে দেখা হবে থিয়েটারে।’ এর আগে তিনি জানিয়েছিলেন, শুরু থেকেই দর্শকরা তার পাশে ছিলেন। যখন মেহজাবীন নতুন, তখন থেকে এখন পর্যন্ত প্রায় সব কাজই দর্শক গ্রহণ করেছেন, ভালোবাসা দিয়েছেন। দর্শকদের ভালোবাসার জন্যই মেহজাবীন এতদূর আসতে পেরেছেন বলে জানান অভিনেত্রী। তিনি বিশ্বাস করেন, প্রেক্ষাগৃহের কাজটিও দর্শক পছন্দ করবেন।
সিনেমায় নিম্ন-মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। এতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুন, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ অনেকে। গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ঢাকা-বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে এই ছবির শুটিং হয়েছে।
এরই মধ্যে সিনেমাটি প্রদর্শিত হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়াতে। মর্যাদাপূর্ণ দুই উৎসবেই অফিসিয়ালি সিলেক্ট হওয়া ‘প্রিয় মালতী’ পেয়েছে ব্যাপক প্রশংসা।
তার প্রথম সিনেমা ‘সাবা’ হলেও মুক্তির বিচারে এগিয়ে থাকছে ‘প্রিয় মালতী’। এই সিনেমার মাধ্যমেই ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে অভিষেক হচ্ছে মেহজাবীন চৌধুরীর। এদিন অভিনেত্রীর এক যুগের সফল ক্যারিয়ারে নতুন পালক যুক্ত হবে ।
‘প্রিয় মালতী’ নির্মাণ করেছেন শঙ্খ দাশগুপ্ত। সম্প্রতি পেয়েছে সেন্সর সার্টিফিকেট। ইউ গ্রেড পেয়েছে সিনেমাটি। সব বয়সীরা দেখতে পারবেন এটি। ২০ ডিসেম্বর এটি মুক্তি পাওয়ার বিষয় নিশ্চিত করেছেন অন্যতম প্রযোজক আদনান আল রাজীব।
সিনেমায় মেহজাবীনের নাম মালতী রানী দাশ। পলাশ কুমার দাশের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন তিনি। আর দশটা নিম্ন-মধ্যবিত্ত দম্পতির মতো সংসার জীবনের স্বপ্ন বুনছিলেন তারা। বিয়েবার্ষিকী উপলক্ষে নৌকায় ভাসতে ভাসতে কেক কাটা, সন্ধ্যায় একটু ঘোরাঘুরি, মালতীকে অবাক করে দিয়ে পলাশের উপহার দেয়া, স্বামী-স্ত্রীর খুনসুটি– সবকিছুই চলছিল সুন্দর ছন্দে। হঠাৎ একটি মার্কেটে আগুন লাগার ঘটনায় সেই ছন্দের পতন ঘটে।
গল্পকার ও চিত্রনাট্যকার শঙ্খ দাশগুপ্ত জানান, মালতী চরিত্রটি সংগ্রামের। সামাজিক, অর্থনৈতিক, মানসিক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয় তাকে। দেশে অনেক নারীর জীবনেই এমন ঘটনা আছে। জীবন-সংগ্রামের পাশাপাশি প্রচলিত কিছু নিয়মকেও প্রশ্নবিদ্ধ করেছেন পরিচালক।
ওটিটি কনটেন্ট থেকে এবারই প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা প্রযোজনা করলেন নির্মাতা আদনান আল রাজীব। বলেন, ‘আমি এক্সাইটেড, আশা করছি আমরা যে কষ্ট করেছি সেটি মানুষ দেখবেন। একইসঙ্গে তাদের মন্তব্যটাও জরুরি। যারা সিনেমাটি দেখবেন, তারা একটা অনুভূতি নিয়ে হল থেকে বের হবেন বলে মনে করি। আর সেটি যদি দর্শকদের মধ্যে ইতিবাচকতা তৈরি করে, তবেই আমাদের সার্থকতা। যারা গল্পের সিনেমা পছন্দ করেন, অনেক দিন প্রেক্ষাগৃহে আসেন না, তাদের বলি, আপনারা ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে আসেন। হতাশ হবেন না।’
১৫ বছরের অভিনয় ক্যারিয়ারে প্রথমবারের মতো দেশের প্রেক্ষাগৃহে অভিষিক্ত হচ্ছেন মেহজাবীন। ১২ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে লিখেছেন, ‘প্রিয় মালতীর সঙ্গে দেখা হবে থিয়েটারে।’ এর আগে তিনি জানিয়েছিলেন, শুরু থেকেই দর্শকরা তার পাশে ছিলেন। যখন মেহজাবীন নতুন, তখন থেকে এখন পর্যন্ত প্রায় সব কাজই দর্শক গ্রহণ করেছেন, ভালোবাসা দিয়েছেন। দর্শকদের ভালোবাসার জন্যই মেহজাবীন এতদূর আসতে পেরেছেন বলে জানান অভিনেত্রী। তিনি বিশ্বাস করেন, প্রেক্ষাগৃহের কাজটিও দর্শক পছন্দ করবেন।
সিনেমায় নিম্ন-মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। এতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুন, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ অনেকে। গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ঢাকা-বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে এই ছবির শুটিং হয়েছে।
এরই মধ্যে সিনেমাটি প্রদর্শিত হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়াতে। মর্যাদাপূর্ণ দুই উৎসবেই অফিসিয়ালি সিলেক্ট হওয়া ‘প্রিয় মালতী’ পেয়েছে ব্যাপক প্রশংসা।
শ্যাম বেনেগাল কিডনির সমস্যাসহ বিভিন্ন ধরনের রোগে ভুগছিলেন। সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করার জন্য তাকে হাসপাতালে যেতে হত। একাধিক শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও তিনি যেভাবে নিজের জীবনে এগিয়ে যাচ্ছিলেন তা প্রশংসাযোগ্য।
১ দিন আগেএকাধিক নারীসঙ্গ প্রমাণিত হওয়ায় সবকিছু থেকেই বঞ্চিত হবেন তিনি। সোহেল এখন কী করবেন
২ দিন আগেসংগীতে বেবী নাজনীন আর চলচ্চিত্রে জয়া আহসান পাচ্ছেন বিশেষ সম্মাননা। এ ছাড়াও আজীবন সম্মাননা পাচ্ছেন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফিক রেহমান এবং যমুনা টিভির সিইও ফাহিম আহমেদ।
৩ দিন আগেকনসার্টে আগত দর্শকরা জানান, রাহাত ফতেহ আলি খান সংগীত জগতে এক খ্যাতনামা তারকা। তাকে সরাসরি কোনো কনসার্টে পাওয়া যে কারও জন্য সৌভাগ্যের বিষয়। তার ‘জাদুকরী কণ্ঠ’ মন্ত্রমুগ্ধ করে গানপ্রেমীদের। তার গান সরাসরি কোনো কনসার্টে শোনার সুযোগ না-ও হতে পারে। তাই এই সুযোগকে নষ্ট করতে চান না তারা।
৩ দিন আগে