বিনোদন ডেস্ক
ক্যারিয়ারের শুরুতে উচ্চারণ সমস্যার কারণে অভিনয়ে অনেক বেগ পেতে হয়েছে বর্তমান সময়ের প্রধান অভিনেত্রী মেহজাবীনের! ফলে অভিনয়কে পেশা হিসেবে নেয়ার ইচ্ছা বা আত্মবিশ্বাস ছিল না তখন। কিন্তু যখন ঠিক করলেন অভিনয়ে নিয়মিত হবেন, তখন আর তাকে থামিয়ে রাখা যায়নি। উচ্চারণ সমস্যা কাটিয়ে দ্রুত বাড়িয়েছেন অভিনয় দক্ষতা।
দেশের প্রেক্ষাগৃহে অভিষেক হওয়ার আগ-মুহূর্তে এভাবেই ক্যারিয়ার শুরুর গল্প অকপটে বলছিলেন মেহজাবীন চৌধুরী।
২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহের পর্দায় উঠছে ‘প্রিয় মালতী’। এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে মেহজাবীন চৌধুরীর। এ উপলক্ষে ১৫ ডিসেম্বর রাতে রাজধানীর একটি ক্লাবে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনের। সেখানেই নিজের ক্যারিয়ার ও সিনেমা নিয়ে কথা বলেন অভিনেত্রী। জানান, ছোট্ট করে একটা গল্প শুনিয়েছিলেন নির্মাতা। সেটি এতই ভালো লেগেছিল যে কাজের বিষয়ে না বলতে পারেননি। বিশেষ দিনে নিজের সব সহশিল্পী, সহকর্মী, নির্মাতাদের ধন্যবাদ জানান মেহজাবীন।
এই সংবাদ সম্মেলনের চমক ছিল মেহজাবীনের উপস্থাপনা। মূল আয়োজনটি তিনিই পরিচালনা করেন, দেন স্বাগত বক্তব্য। আলোচনার মাধ্যমে সিনেমাটির নানাদিক তুলে আনেন অভিনেত্রী, জানান নিজের বিষয়েও। মঞ্চে তখন উপস্থিত ছিলেন নির্মাতা শঙ্খ দাশগুপ্ত, প্রযোজক আদনান আল রাজীব, অভিনেতা আজাদ আবুল কালাম ও শাহজাহান সম্রাট। এ আয়োজনে এসেছিলেন রিজভি রিজু, আনিসুল হক বরুণ, নাদের চৌধুরী প্রমুখ।
যার নির্দেশনায় বড় পর্দায় অভিষিক্ত হচ্ছেন মেহজাবীন, সেই শঙ্খ দাশগুপ্তও নির্মাণে বহুদিন। বিজ্ঞাপন তো বটেই, হালে ওয়েব সিরিজ নির্মাণেও নাম কামিয়েছেন। ‘প্রিয় মালতী’র মাধ্যমে পরিচালক হিসেবে বড় পর্দায় অভিষিক্ত হচ্ছেন তিনিও। জানান, মালতী চরিত্রে তিনি মেহজাবীনকেই ভেবেছিলেন এবং তাকেই পেয়েছেন।
‘প্রিয় মালতী’ যাপিত জীবনের গল্প। সিনেমায় নিম্ন–মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। সিনেমায় তার নাম মালতী রানী দাশ। পলাশ কুমার দাশের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন তিনি। দশটা নিম্ন–মধ্যবিত্ত দম্পতির মতো সংসার জীবনের ছোট ছোট স্বপ্ন বুনছিলেন তারা। বিয়েবার্ষিকী উপলক্ষে নৌকায় ভাসতে ভাসতে কেক কাটা, সন্ধ্যায় একটু ঘোরাঘুরি, মালতীকে অবাক করে দিয়ে পলাশের উপহার দেয়া, স্বামী–স্ত্রীর খুনসুটি– সবকিছুই চলছিল সুন্দর ছন্দে। হঠাৎই একটি মার্কেটে আগুন লাগার ঘটনায় সেই ছন্দপতন হবে।
ক্যারিয়ারের শুরুতে উচ্চারণ সমস্যার কারণে অভিনয়ে অনেক বেগ পেতে হয়েছে বর্তমান সময়ের প্রধান অভিনেত্রী মেহজাবীনের! ফলে অভিনয়কে পেশা হিসেবে নেয়ার ইচ্ছা বা আত্মবিশ্বাস ছিল না তখন। কিন্তু যখন ঠিক করলেন অভিনয়ে নিয়মিত হবেন, তখন আর তাকে থামিয়ে রাখা যায়নি। উচ্চারণ সমস্যা কাটিয়ে দ্রুত বাড়িয়েছেন অভিনয় দক্ষতা।
দেশের প্রেক্ষাগৃহে অভিষেক হওয়ার আগ-মুহূর্তে এভাবেই ক্যারিয়ার শুরুর গল্প অকপটে বলছিলেন মেহজাবীন চৌধুরী।
২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহের পর্দায় উঠছে ‘প্রিয় মালতী’। এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে মেহজাবীন চৌধুরীর। এ উপলক্ষে ১৫ ডিসেম্বর রাতে রাজধানীর একটি ক্লাবে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনের। সেখানেই নিজের ক্যারিয়ার ও সিনেমা নিয়ে কথা বলেন অভিনেত্রী। জানান, ছোট্ট করে একটা গল্প শুনিয়েছিলেন নির্মাতা। সেটি এতই ভালো লেগেছিল যে কাজের বিষয়ে না বলতে পারেননি। বিশেষ দিনে নিজের সব সহশিল্পী, সহকর্মী, নির্মাতাদের ধন্যবাদ জানান মেহজাবীন।
এই সংবাদ সম্মেলনের চমক ছিল মেহজাবীনের উপস্থাপনা। মূল আয়োজনটি তিনিই পরিচালনা করেন, দেন স্বাগত বক্তব্য। আলোচনার মাধ্যমে সিনেমাটির নানাদিক তুলে আনেন অভিনেত্রী, জানান নিজের বিষয়েও। মঞ্চে তখন উপস্থিত ছিলেন নির্মাতা শঙ্খ দাশগুপ্ত, প্রযোজক আদনান আল রাজীব, অভিনেতা আজাদ আবুল কালাম ও শাহজাহান সম্রাট। এ আয়োজনে এসেছিলেন রিজভি রিজু, আনিসুল হক বরুণ, নাদের চৌধুরী প্রমুখ।
যার নির্দেশনায় বড় পর্দায় অভিষিক্ত হচ্ছেন মেহজাবীন, সেই শঙ্খ দাশগুপ্তও নির্মাণে বহুদিন। বিজ্ঞাপন তো বটেই, হালে ওয়েব সিরিজ নির্মাণেও নাম কামিয়েছেন। ‘প্রিয় মালতী’র মাধ্যমে পরিচালক হিসেবে বড় পর্দায় অভিষিক্ত হচ্ছেন তিনিও। জানান, মালতী চরিত্রে তিনি মেহজাবীনকেই ভেবেছিলেন এবং তাকেই পেয়েছেন।
‘প্রিয় মালতী’ যাপিত জীবনের গল্প। সিনেমায় নিম্ন–মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। সিনেমায় তার নাম মালতী রানী দাশ। পলাশ কুমার দাশের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন তিনি। দশটা নিম্ন–মধ্যবিত্ত দম্পতির মতো সংসার জীবনের ছোট ছোট স্বপ্ন বুনছিলেন তারা। বিয়েবার্ষিকী উপলক্ষে নৌকায় ভাসতে ভাসতে কেক কাটা, সন্ধ্যায় একটু ঘোরাঘুরি, মালতীকে অবাক করে দিয়ে পলাশের উপহার দেয়া, স্বামী–স্ত্রীর খুনসুটি– সবকিছুই চলছিল সুন্দর ছন্দে। হঠাৎই একটি মার্কেটে আগুন লাগার ঘটনায় সেই ছন্দপতন হবে।
শ্যাম বেনেগাল কিডনির সমস্যাসহ বিভিন্ন ধরনের রোগে ভুগছিলেন। সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করার জন্য তাকে হাসপাতালে যেতে হত। একাধিক শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও তিনি যেভাবে নিজের জীবনে এগিয়ে যাচ্ছিলেন তা প্রশংসাযোগ্য।
১ দিন আগেএকাধিক নারীসঙ্গ প্রমাণিত হওয়ায় সবকিছু থেকেই বঞ্চিত হবেন তিনি। সোহেল এখন কী করবেন
২ দিন আগেসংগীতে বেবী নাজনীন আর চলচ্চিত্রে জয়া আহসান পাচ্ছেন বিশেষ সম্মাননা। এ ছাড়াও আজীবন সম্মাননা পাচ্ছেন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফিক রেহমান এবং যমুনা টিভির সিইও ফাহিম আহমেদ।
৩ দিন আগেকনসার্টে আগত দর্শকরা জানান, রাহাত ফতেহ আলি খান সংগীত জগতে এক খ্যাতনামা তারকা। তাকে সরাসরি কোনো কনসার্টে পাওয়া যে কারও জন্য সৌভাগ্যের বিষয়। তার ‘জাদুকরী কণ্ঠ’ মন্ত্রমুগ্ধ করে গানপ্রেমীদের। তার গান সরাসরি কোনো কনসার্টে শোনার সুযোগ না-ও হতে পারে। তাই এই সুযোগকে নষ্ট করতে চান না তারা।
৩ দিন আগে