বিনোদন ডেস্ক
প্রতিনিয়ত নিজেকে নতুনভাবে মেলে ধরছেন অভিনেত্রী ও মডেল রুনা খান। বয়স চল্লিশের কোঠায় থাকলেও মডেলিং কোনো বাধা নয় তার কাছে। কখনও বাঙালি সাজে আবার কখনো ওয়েস্টার্ন পোশাকে ভক্তদের মুগ্ধ করতে নিবেদিতপ্রাণ রুনা খান।
ইদানীং সামাজিক মাধ্যমে চোখ রাখলেই ভেসে আসে রুনা খানের ‘আবেদনময়ী’ অবতার। সম্প্রতি একটি ম্যাগাজিনের কাভারে মডেল হয়েছেন রুনা। সেখানে তার যেসব ছবি সংযোজন করা হয়েছে, তা নিয়েই সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী। তবে এসব নিয়ে চিন্তিত নন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে রুনা বলেছিলেন, পোশাক কারও শালীনতা ধরে রাখে না।
সম্প্রতি এক ফিল্মফেয়ার অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হন রুনা খান। সামাজিক মাধ্যমের সেই ভিডিওতে রুনাকে তার সমসাময়িক মডেলিং নিয়ে কথা বলতে শোনা যায়। সেখানে খানিকটা বিরক্ত হয়ে রুনা খান বলেন, ‘গত দুই বছরে আমি যে ডিজাইনারদের মডেল হয়ে কাজ করেছি, মিম-মেহজাবীনরাও তাদের হয়ে কাজ করেছেন। সবাই কাজ করে ঘরে বা বাক্সে বন্দি করে রাখার জন্য না। ফেসবুকে পোস্ট করবে, লোকে দেখবে, পছন্দ করবে- সে সমস্ত জানাবে।’
প্রতিনিয়ত নিজেকে নতুনভাবে মেলে ধরছেন অভিনেত্রী ও মডেল রুনা খান। বয়স চল্লিশের কোঠায় থাকলেও মডেলিং কোনো বাধা নয় তার কাছে। কখনও বাঙালি সাজে আবার কখনো ওয়েস্টার্ন পোশাকে ভক্তদের মুগ্ধ করতে নিবেদিতপ্রাণ রুনা খান।
ইদানীং সামাজিক মাধ্যমে চোখ রাখলেই ভেসে আসে রুনা খানের ‘আবেদনময়ী’ অবতার। সম্প্রতি একটি ম্যাগাজিনের কাভারে মডেল হয়েছেন রুনা। সেখানে তার যেসব ছবি সংযোজন করা হয়েছে, তা নিয়েই সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী। তবে এসব নিয়ে চিন্তিত নন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে রুনা বলেছিলেন, পোশাক কারও শালীনতা ধরে রাখে না।
সম্প্রতি এক ফিল্মফেয়ার অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হন রুনা খান। সামাজিক মাধ্যমের সেই ভিডিওতে রুনাকে তার সমসাময়িক মডেলিং নিয়ে কথা বলতে শোনা যায়। সেখানে খানিকটা বিরক্ত হয়ে রুনা খান বলেন, ‘গত দুই বছরে আমি যে ডিজাইনারদের মডেল হয়ে কাজ করেছি, মিম-মেহজাবীনরাও তাদের হয়ে কাজ করেছেন। সবাই কাজ করে ঘরে বা বাক্সে বন্দি করে রাখার জন্য না। ফেসবুকে পোস্ট করবে, লোকে দেখবে, পছন্দ করবে- সে সমস্ত জানাবে।’
শ্যাম বেনেগাল কিডনির সমস্যাসহ বিভিন্ন ধরনের রোগে ভুগছিলেন। সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করার জন্য তাকে হাসপাতালে যেতে হত। একাধিক শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও তিনি যেভাবে নিজের জীবনে এগিয়ে যাচ্ছিলেন তা প্রশংসাযোগ্য।
১ দিন আগেএকাধিক নারীসঙ্গ প্রমাণিত হওয়ায় সবকিছু থেকেই বঞ্চিত হবেন তিনি। সোহেল এখন কী করবেন
২ দিন আগেসংগীতে বেবী নাজনীন আর চলচ্চিত্রে জয়া আহসান পাচ্ছেন বিশেষ সম্মাননা। এ ছাড়াও আজীবন সম্মাননা পাচ্ছেন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফিক রেহমান এবং যমুনা টিভির সিইও ফাহিম আহমেদ।
২ দিন আগেকনসার্টে আগত দর্শকরা জানান, রাহাত ফতেহ আলি খান সংগীত জগতে এক খ্যাতনামা তারকা। তাকে সরাসরি কোনো কনসার্টে পাওয়া যে কারও জন্য সৌভাগ্যের বিষয়। তার ‘জাদুকরী কণ্ঠ’ মন্ত্রমুগ্ধ করে গানপ্রেমীদের। তার গান সরাসরি কোনো কনসার্টে শোনার সুযোগ না-ও হতে পারে। তাই এই সুযোগকে নষ্ট করতে চান না তারা।
৩ দিন আগে