Ad

নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ১২: ৫৬
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৮: ৩১

জাতীয় নির্বাচন কবে হবে সরকারের কাছে সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি। সোমবার মহান বিজয় দিবসে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে দলটির স্থায়ী কমিটির নেতারা এ কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সংস্কারের নামে দিনের পর দিন সময় নষ্ট করা যাবে না। কেননা দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস । তিনি দাবি করেন দেশে যতদিন পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে , ততদিন পর্যন্ত মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। তাই সরকারের উচিত শিগগিরই নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা।

সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেয়া ভাষণে নির্বাচন নিয়ে একটি ধারণা দিয়েছেন, কিন্তু সুনির্দিষ্ট কোনো দিন তারিখ উল্লেখ করেননি।

উল্লেখ্য, সকালে জাতির উদ্দেশে ভাষণে ২০২৫ সালের শেষে কিংবা ২০২৬ সালের প্রথম দিকে জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এসময় ব্যিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন,শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সহ ঢাকা মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত