ক্রীড়া প্রতিবেদক
ওয়ানডে সিরিজ হারের পর বেশ সমালোচনার মুখে পড়েছিল বাংলাদেশ। সমালোচনার তীরে বিদ্ধ লাল-সবুজের প্রতিনিধিরা টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছিল বেশ চাপে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়িয়েছে। এক ম্যাচ হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মতো তাদের মাঠে হারালো লিটন দাসের দল। কিংসটাউনে উইন্ডিজদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয় ২৭ রানে।
টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ছিল যাচ্ছেতাই। দলীয় ৫২ রানে পাঁচ উইকেট হারিয়ে বসে। ব্যাটিংয়ে খাদের কিনারায় থাকা দলকে টেনে তোলেন শামীম পাটোয়ারী। দলের বিপদে হাল ধরা শামীম ১৭ বলে করেন ৩৫ রান। মূলত তার ওই ইনিংসে ভর করে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১২৯ রান। ওয়েস্ট ইন্ডিজের ২৫ রানে দুই উইকেট নেন গুদাকেশ মোতি।
টি-টোয়েন্টি সংস্করণে এত অল্প সংগ্রহে জয়ের স্বপ্ন দেখা বড় কঠিন। তুমুল কঠিন এই কাজটাই সঠিকভাবে করেছে লাল-সবুজের বোলাররা।
বল হাতে স্বাগতিক ব্যাটারদের দমিয়ে রাখেন তাসকিন আহমেদ, শেখ মাহেদি ও রিশাদ হোসেন। রোস্টন চেজ ৩৪ বলে ৩২ ও আকিল হোসেইন ৩১ বলে ৩১ রান করে উইন্ডিজদের জয়ের আশা জাগিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত আর জয়টা পাওয়া হয়নি তাদের।
বাংলাদেশের হয়ে দারুণ বোলিং করেন শেখ মাহেদি, তাসকিন আর রিশাদ। লেগস্পিনার রিশাদ ১২ রানে ২টি, তাসকিন ১৬ রানে তিনটি ও মাহেদি ২০ রানে নেন দুই উইকেট। তাদের দারুণ বোলিংয়ে উইন্ডিজ গুটিয়ে যায় মাত্র ১০২ রানে।
এই জয়ে প্রায় ছয় বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা। সবশেষ ২০১৮ সালে উইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশ। আর সব মিলিয়ে ২০২২ সালের পর দেশের বাইরে প্রথম কোনো টি-টোয়েন্টি সিরিজ জিতল লিটন দাসের দল।
ওয়ানডে সিরিজ হারের পর বেশ সমালোচনার মুখে পড়েছিল বাংলাদেশ। সমালোচনার তীরে বিদ্ধ লাল-সবুজের প্রতিনিধিরা টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছিল বেশ চাপে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়িয়েছে। এক ম্যাচ হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মতো তাদের মাঠে হারালো লিটন দাসের দল। কিংসটাউনে উইন্ডিজদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয় ২৭ রানে।
টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ছিল যাচ্ছেতাই। দলীয় ৫২ রানে পাঁচ উইকেট হারিয়ে বসে। ব্যাটিংয়ে খাদের কিনারায় থাকা দলকে টেনে তোলেন শামীম পাটোয়ারী। দলের বিপদে হাল ধরা শামীম ১৭ বলে করেন ৩৫ রান। মূলত তার ওই ইনিংসে ভর করে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১২৯ রান। ওয়েস্ট ইন্ডিজের ২৫ রানে দুই উইকেট নেন গুদাকেশ মোতি।
টি-টোয়েন্টি সংস্করণে এত অল্প সংগ্রহে জয়ের স্বপ্ন দেখা বড় কঠিন। তুমুল কঠিন এই কাজটাই সঠিকভাবে করেছে লাল-সবুজের বোলাররা।
বল হাতে স্বাগতিক ব্যাটারদের দমিয়ে রাখেন তাসকিন আহমেদ, শেখ মাহেদি ও রিশাদ হোসেন। রোস্টন চেজ ৩৪ বলে ৩২ ও আকিল হোসেইন ৩১ বলে ৩১ রান করে উইন্ডিজদের জয়ের আশা জাগিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত আর জয়টা পাওয়া হয়নি তাদের।
বাংলাদেশের হয়ে দারুণ বোলিং করেন শেখ মাহেদি, তাসকিন আর রিশাদ। লেগস্পিনার রিশাদ ১২ রানে ২টি, তাসকিন ১৬ রানে তিনটি ও মাহেদি ২০ রানে নেন দুই উইকেট। তাদের দারুণ বোলিংয়ে উইন্ডিজ গুটিয়ে যায় মাত্র ১০২ রানে।
এই জয়ে প্রায় ছয় বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা। সবশেষ ২০১৮ সালে উইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশ। আর সব মিলিয়ে ২০২২ সালের পর দেশের বাইরে প্রথম কোনো টি-টোয়েন্টি সিরিজ জিতল লিটন দাসের দল।
গোল্ড কিনেনের সমর্থন মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই আমাদের শ্রেষ্ঠত্ব অর্জনের তাড়নাকে শক্তিশালী করবে।
২ ঘণ্টা আগেটান টান উত্তেজনার ম্যাচে মাত্র দুই পয়েন্টের ব্যবধানে বিমান বাহিনীকে হারিয়েছে নৌ বাহিনী।
৫ ঘণ্টা আগেবক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়া-ভারতের পাশাপাশি মাঠে নামবে জিম্বাবুয়ে ও আফগানিস্তান। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আগামীকাল বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে আফগানরা। যদিও ম্যাচটিতে রশিদ খানকে পাবে না অতিথিরা।
৭ ঘণ্টা আগেবোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম তিন টেস্ট শেষে ১-১ সমতায় আছে অস্ট্রেলিয়া ও ভারত। খুব স্বাভাবিকভাবেই চলমান সিরিজের শেষ ম্যাচ দুটি পাচ্ছে বাড়তি গুরুত্ব। যেখানে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
৮ ঘণ্টা আগে