স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে
ওয়ানডে সিরিজ হারের পর বেশ সমালোচনার মুখে পড়েছিল বাংলাদেশ। সমালোচনার তীরে বিদ্ধ লাল-সবুজের প্রতিনিধিরা টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছিল বেশ চাপে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়িয়েছে। এক ম্যাচ হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মতো তাদের মাঠে হারালো লিটন দাসের দল। কিংসটাউনে উইন্ডিজদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয় ২৭ রানে।
টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ছিল যাচ্ছেতাই। দলীয় ৫২ রানে পাঁচ উইকেট হারিয়ে বসে। ব্যাটিংয়ে খাদের কিনারায় থাকা দলকে টেনে তোলেন শামীম পাটোয়ারী। দলের বিপদে হাল ধরা শামীম ১৭ বলে করেন ৩৫ রান। মূলত তার ওই ইনিংসে ভর করে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১২৯ রান। ওয়েস্ট ইন্ডিজের ২৫ রানে দুই উইকেট নেন গুদাকেশ মোতি।
টি-টোয়েন্টি সংস্করণে এত অল্প সংগ্রহে জয়ের স্বপ্ন দেখা বড় কঠিন। তুমুল কঠিন এই কাজটাই সঠিকভাবে করেছে লাল-সবুজের বোলাররা।
বল হাতে স্বাগতিক ব্যাটারদের দমিয়ে রাখেন তাসকিন আহমেদ, শেখ মাহেদি ও রিশাদ হোসেন। রোস্টন চেজ ৩৪ বলে ৩২ ও আকিল হোসেইন ৩১ বলে ৩১ রান করে উইন্ডিজদের জয়ের আশা জাগিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত আর জয়টা পাওয়া হয়নি তাদের।
বাংলাদেশের হয়ে দারুণ বোলিং করেন শেখ মাহেদি, তাসকিন আর রিশাদ। লেগস্পিনার রিশাদ ১২ রানে ২টি, তাসকিন ১৬ রানে তিনটি ও মাহেদি ২০ রানে নেন দুই উইকেট। তাদের দারুণ বোলিংয়ে উইন্ডিজ গুটিয়ে যায় মাত্র ১০২ রানে।
এই জয়ে প্রায় ছয় বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা। সবশেষ ২০১৮ সালে উইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশ। আর সব মিলিয়ে ২০২২ সালের পর দেশের বাইরে প্রথম কোনো টি-টোয়েন্টি সিরিজ জিতল লিটন দাসের দল।
ওয়ানডে সিরিজ হারের পর বেশ সমালোচনার মুখে পড়েছিল বাংলাদেশ। সমালোচনার তীরে বিদ্ধ লাল-সবুজের প্রতিনিধিরা টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছিল বেশ চাপে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়িয়েছে। এক ম্যাচ হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মতো তাদের মাঠে হারালো লিটন দাসের দল। কিংসটাউনে উইন্ডিজদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয় ২৭ রানে।
টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ছিল যাচ্ছেতাই। দলীয় ৫২ রানে পাঁচ উইকেট হারিয়ে বসে। ব্যাটিংয়ে খাদের কিনারায় থাকা দলকে টেনে তোলেন শামীম পাটোয়ারী। দলের বিপদে হাল ধরা শামীম ১৭ বলে করেন ৩৫ রান। মূলত তার ওই ইনিংসে ভর করে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১২৯ রান। ওয়েস্ট ইন্ডিজের ২৫ রানে দুই উইকেট নেন গুদাকেশ মোতি।
টি-টোয়েন্টি সংস্করণে এত অল্প সংগ্রহে জয়ের স্বপ্ন দেখা বড় কঠিন। তুমুল কঠিন এই কাজটাই সঠিকভাবে করেছে লাল-সবুজের বোলাররা।
বল হাতে স্বাগতিক ব্যাটারদের দমিয়ে রাখেন তাসকিন আহমেদ, শেখ মাহেদি ও রিশাদ হোসেন। রোস্টন চেজ ৩৪ বলে ৩২ ও আকিল হোসেইন ৩১ বলে ৩১ রান করে উইন্ডিজদের জয়ের আশা জাগিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত আর জয়টা পাওয়া হয়নি তাদের।
বাংলাদেশের হয়ে দারুণ বোলিং করেন শেখ মাহেদি, তাসকিন আর রিশাদ। লেগস্পিনার রিশাদ ১২ রানে ২টি, তাসকিন ১৬ রানে তিনটি ও মাহেদি ২০ রানে নেন দুই উইকেট। তাদের দারুণ বোলিংয়ে উইন্ডিজ গুটিয়ে যায় মাত্র ১০২ রানে।
এই জয়ে প্রায় ছয় বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা। সবশেষ ২০১৮ সালে উইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশ। আর সব মিলিয়ে ২০২২ সালের পর দেশের বাইরে প্রথম কোনো টি-টোয়েন্টি সিরিজ জিতল লিটন দাসের দল।
চলমান সংকটের মধ্যেই ৩৬ নারী ফুটবলারের সঙ্গে নতুন চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
৪ ঘণ্টা আগেনারী ফুটবলে সংকট নিরসনের জন্য এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অবস্থাদৃষ্টে যা বোঝা যাচ্ছে, বিদ্রোহী ফুটবলারদের বাদ দিয়েই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে প্রীতি ম্যাচ খেলতে যাবে বাংলাদেশ দল।
৬ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে তিনটি ম্যাচে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ। সোমবার আইসিসি এক বিজ্ঞপ্তিতে কোন ম্যাচে কারা দায়িত্ব পালন করবেন, এ ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
৭ ঘণ্টা আগেওয়ানডে অভিষেকে দারুণ এক ইনিংস খেলে রেকর্ডের সাক্ষী হলেন ম্যাথু ব্রিজকে। যদিও রেকর্ডের দিনটা জয়ে রাঙাতে পারল না দক্ষিণ আফ্রিকা। ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটে হেরেছে তারা। তাদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড
৮ ঘণ্টা আগে