চবি

৪০ বছর ধরে চবিয়ানদের আস্থার ঠিকানা ‘ঢাকা হোটেল’

বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের সামনে হোটেলের অবস্থান। নামকরণের বিষয়ে বলেন, শুরুতে দোকানের কোনো নাম ছিল না। খাবার বিক্রি শুরু হলে শিক্ষার্থীরাই বেশি আসত। আমার বাড়ি ঢাকা বলে সবাই ঢাকার হোটেল বলত। এরপর থেকে এই নামেই পরিচিতি লাভ করে। পরবর্তীতে নাম দিলাম ‘ঢাকা হোটেল’।

৪০ বছর ধরে চবিয়ানদের আস্থার ঠিকানা ‘ঢাকা হোটেল’