Ad

পিংকির ভাগ্য বদলের গল্প

খামার থেকে বছরে আয় ৩০ লাখ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৭: ০৪
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ২০: ৫৮

বিএসসি পাশ করে চাকরির পিছনে না ঘুরে শখ করে খামার করা ভোলার পিংকি এখন সফল উদ্যোক্তা। কেননা হাঁস-মুরগি ও সবজি চাষ তার ভাগ্যের চাকা ঘুরিয়েছেন। স্বাবলম্বী হবার তার এই যাত্রায় সঙ্গী অনেকেই অভাব অনটন ঘুচিয়ে সংসারের হাল ধরেছেন, হচ্ছেন আর্থিক ভাবে লাভবান। বছরে তার আয় প্রায় ৩০ লাখ টাকা। শুরুতে কোনো প্রতিষ্ঠান থেকে নেননি প্রশিক্ষণ। ইউটিউব দেখে শুরু করেন হাঁস মুরগির খামার।

প্রথমে হাসঁ আর মুরগি দিয়ে খামার শুরু করলেও বর্তমানে মাছ, সবজির খামারের পাশাপাশি, পার্লার, সমবায় প্রতিষ্ঠান, কিস্তি ভিত্তিক আবাসন প্রকল্পসহ একাধিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।

আবুবকর ও ফকির হাটে ৮ একর জমিতে রয়েছে তার খামার বলে জানান পিংকি। সেখানে শীতের সবজি, মৌসুমি ফল ফলাদি চাষাবাদ করেন। তিনি বলেন, আমি পরিকল্পিত ভাবে বছরের ২বার মাছ চাষ করি। পুকুরে বড় মাছ ছাড়ি। এতে লাভবান হওয়া যায়। শীতের সময় বেলজিয়াম হাঁস চাষ করি। মুরগি চাষ করিনা, কারণ এসময় মুরগি রোগাক্রান্ত হয় বেশি। আবহাওয়া অনুকূলে না থাকলে খামারে লাভ করা যায়না।

চাকরি করলে কত বেতন পেতাম, বর্তমানে আমার মাসিক আয় ৩/৪ লাখ টাকা। প্রায় ৫৪জন স্টাফ আমার প্রতিষ্ঠানে কাজ করছে। আমি নিজে ও স্টাফসহ ডাল ভাত খেতে পারছি, এটাই শান্তি আলহামদুলিল্লাহ।

ভবিষ্যতে চরফ্যাশন উপজেলার প্রতিটি বাজারে একটি করে ফ্যাশন শপ প্রতিষ্ঠা করার ইচ্ছে রয়েছে। সেখানে গার্মেন্টসও বানাবেন। যেখানে কোন বেকার মেয়ে-ছেলে চাকরির জন্য আসলে চাকরির ব্যবস্থা করবেন।

সফল এ উদ্যোক্তা সম্পর্কে চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা রোকুনুজ্জামান বলেন, আবুবকরপুর ইউনিয়নের পিংকি একজন সফল নারী উদ্যোক্তা। তিনি নিজ থেকে সবজিসহ বিভিন্ন খামার করে আজ লাখ লাখ টাকা আয় করছেন।

ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত