স্টাফ রিপোর্টার, কক্সবাজার
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আকস্মিক অগ্নিকাণ্ডে ৬ শতাধিক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ওই সময় এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা ১টার দিকে উখিয়ার ১নং ক্যাম্পে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় পাঁচ-ছয়শো বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
ওসি জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পর দু’টি লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একটি শিশু ও অন্যজন বয়স্ক ব্যক্তি। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ধারণ করছে, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।
তিনি জানান, আগুনে পাঁচ শতাধিক বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় দগ্ধ দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজনের বয়স ৬৩ বছর ও অন্যজনের বয়স ৬ বছর।
প্রসঙ্গত, কিছুদিন পরপরই রোহিঙ্গা ক্যাম্প গুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রতিটি অগ্নিকাণ্ডই ভয়াবহ রূপ নেয়। ক্যাম্পের ঘরগুলো একটির সাথে আরেকটি লাগোয়া হওয়ায় অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি হয়। এতে প্রাণহানির ঘটনাও ঘটে। ২০২৪ সালের শুরুতে এমন এক অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণহানি হয়।
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আকস্মিক অগ্নিকাণ্ডে ৬ শতাধিক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ওই সময় এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা ১টার দিকে উখিয়ার ১নং ক্যাম্পে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় পাঁচ-ছয়শো বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
ওসি জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পর দু’টি লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একটি শিশু ও অন্যজন বয়স্ক ব্যক্তি। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ধারণ করছে, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।
তিনি জানান, আগুনে পাঁচ শতাধিক বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় দগ্ধ দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজনের বয়স ৬৩ বছর ও অন্যজনের বয়স ৬ বছর।
প্রসঙ্গত, কিছুদিন পরপরই রোহিঙ্গা ক্যাম্প গুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রতিটি অগ্নিকাণ্ডই ভয়াবহ রূপ নেয়। ক্যাম্পের ঘরগুলো একটির সাথে আরেকটি লাগোয়া হওয়ায় অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি হয়। এতে প্রাণহানির ঘটনাও ঘটে। ২০২৪ সালের শুরুতে এমন এক অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণহানি হয়।
প্রায় এক কিলোমিটার এলাকা নিয়ে তৈরি হয়েছে বর্জ্যের ভাগাড়। বর্জ্যের বেশির ভাগই হাসপাতাল ও ক্লিনিকের বর্জ্য।
৩৪ মিনিট আগেরাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন ও আহত হয়েছেন একজন।
২ ঘণ্টা আগেশনিবার স্থানীয় শহিদুল নামের এক মাদক কারবারির কাছে উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত উদ্ধার গাঁজা থেকে ৫০০ গ্রাম দশ হাজার টাকায় বিক্রি করে দেয়। পুলিশ ও মাদক কারবারি শহিদুলের কথোপকথনের রেকর্ড এই প্রতিনিধির হাতে এসেছে।
৩ ঘণ্টা আগেতারেক রহমান জিন্দাবাদ, ‘শেখ মুজিবুর রহমান’ বলতে গিয়ে ‘শেখ’ বলে স্লোগান দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন এক বিএনপি নেতা। তার নাম এএফএম তারেক মুন্সি ।
৩ ঘণ্টা আগে