Ad

ভোলায় অস্ত্রসহ বাবা-ছেলে আটক

জেলা প্রতিনিধি, ভোলা
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৪: ০৩

চরের বাসিন্দাদের ওপর জুলুম, অত্যাচার ও লুটপাট করার অভিযোগে ভোলার দক্ষিণ দিঘলদী থেকে অস্ত্রসহ বাবা ও ছেলেকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

গতকাল রাতে উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। এ সময় তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ।

জানা যায়, আটক আলমগীর মাতাব্বর ও রিয়াদ মাতাব্বরের বিরুদ্ধে গঙ্গাপুর ইউনিয়নের চরের বাসিন্দাদের ওপর জুলুম, অত্যাচার ও লুটপাট করার অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৫টি রামদাসহ আটক করা হয় তাদের।

জব্দ আলামতসহ তাদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত