উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশে চাঁদাবাজি ও দখলদারত্ব আগের মতোই আছে। শুধু দখলদার ও চাঁদাবাজ পরিবর্তন হয়েছে।
গতকাল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আপনারা জুমার খুতবায় দখলদার, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলুন। এটি আপনাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব।
একটি মহল বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হচ্ছে বলে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এর বিরুদ্ধে মসজিদের ইমাম ও আলেম সমাজকে সোচ্চার হতে হবে। বাংলাদেশকে নিয়ে দেশে-বিদেশে চক্রান্ত হচ্ছে। আপনারা এর বিরুদ্ধে রুখে দাঁড়ান।
কেউ কেউ সাম্প্রদায়িক উসকানি দিয়ে সংঘাত লাগানোর চেষ্টা করছে জানিয়ে হাসনাত বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দেশে যারা সংখ্যালঘু রয়েছে, তারা নিরাপদে রয়েছে। আমরাই তাদের সবচেয়ে বেশি নিরাপদে রাখতে পারবো। যারা ধর্মীয় উসকানি দিয়ে সংঘাতের চেষ্টা করবে, তাদের শক্তহাতে প্রতিহত করা হবে।
তিনি আরো বলেন, সার্বিক বিষয়ে কথা বলাও আলেম-ওলামাদের দায়িত্ব। আপনারা দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলুন। হকের পক্ষে, বাতিলের বিপক্ষে আওয়াজ তুলুন। চাঁদাবাজি এখনো বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজের পরিবর্তন হয়েছে। দখলদারিত্বের অবসান হয়নি, শুধু দখলবাজের পরিবর্তন হয়েছে।
মুফতি আবদুল আহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দেবিদ্বার ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার তোফাজ্জল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের উপদেষ্টা নাজমুল হাসান নাহিদ, সমন্বয়ক মুহতাদির যারিফ সিক্ত ও মো. সিয়াম আহাম্মেদ।
পরে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন হাসনাত আব্দুল্লাহ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশে চাঁদাবাজি ও দখলদারত্ব আগের মতোই আছে। শুধু দখলদার ও চাঁদাবাজ পরিবর্তন হয়েছে।
গতকাল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আপনারা জুমার খুতবায় দখলদার, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলুন। এটি আপনাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব।
একটি মহল বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হচ্ছে বলে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এর বিরুদ্ধে মসজিদের ইমাম ও আলেম সমাজকে সোচ্চার হতে হবে। বাংলাদেশকে নিয়ে দেশে-বিদেশে চক্রান্ত হচ্ছে। আপনারা এর বিরুদ্ধে রুখে দাঁড়ান।
কেউ কেউ সাম্প্রদায়িক উসকানি দিয়ে সংঘাত লাগানোর চেষ্টা করছে জানিয়ে হাসনাত বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দেশে যারা সংখ্যালঘু রয়েছে, তারা নিরাপদে রয়েছে। আমরাই তাদের সবচেয়ে বেশি নিরাপদে রাখতে পারবো। যারা ধর্মীয় উসকানি দিয়ে সংঘাতের চেষ্টা করবে, তাদের শক্তহাতে প্রতিহত করা হবে।
তিনি আরো বলেন, সার্বিক বিষয়ে কথা বলাও আলেম-ওলামাদের দায়িত্ব। আপনারা দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলুন। হকের পক্ষে, বাতিলের বিপক্ষে আওয়াজ তুলুন। চাঁদাবাজি এখনো বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজের পরিবর্তন হয়েছে। দখলদারিত্বের অবসান হয়নি, শুধু দখলবাজের পরিবর্তন হয়েছে।
মুফতি আবদুল আহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দেবিদ্বার ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার তোফাজ্জল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের উপদেষ্টা নাজমুল হাসান নাহিদ, সমন্বয়ক মুহতাদির যারিফ সিক্ত ও মো. সিয়াম আহাম্মেদ।
পরে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন হাসনাত আব্দুল্লাহ।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুড়িয়ে ফেলা নারীর লাশের পরিচয় মিলেছে। তিনি মো: নুরুল ইসলামের স্ত্রী মোছা. শারমিন বেগম (৫০)। নিহতের মেয়েরা ছবি দেখে শনাক্ত করেছে। তাকে গলা কেটে হত্যার পর আগুনে পুড়িয়ে দেয়া হয়। তবে মাথাটি আলাদা ছিল। এ ঘটনায় শাহনেওয়াজ ভূইয়ার ছেলে ফারহান রনি (৩০)কে আটক করেছে পুলিশ।
১৩ ঘণ্টা আগেচুরি যাওয়া রাজহাঁস খুঁজতে এসে যুবলীগ নেতার বাড়িতে পরিত্যক্ত টিনের ভাঙ্গা ঘর থেকে ধোঁয়ার গন্ধ পান। তারা ঘরের ভেতরে যেতে চাইলে ফারহান ক্ষুব্দ হয়ে তাদেরকে মারার হুমকি দেয়। এতে সন্দেহ হলে গ্রামের লোকজন গর্তে পুড়তে থাকা লাশ দেখতে পেয়ে রনিকে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়।
১৪ ঘণ্টা আগেকক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আকস্মিক অগ্নিকাণ্ডে ৬ শতাধিক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ওই সময় এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।
১৫ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিজয় দিবসের অনুষ্ঠানে ছুরিকাঘাতে নিহত দুই শিক্ষার্থী ছাত্রলীগের কর্মী নয় বলে দাবি করেছে নিহতদের পরিবার। একই সাথে ভারতীয় মিডিয়ার নিহতের পরিচয় নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের নিন্দা জানিয়েছেন তারা।
১৬ ঘণ্টা আগে