Ad

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ৭ ঘণ্টা পর ফেরি চালু

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯: ১৯
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯: ৪৩

ঘন কুয়াশার কারণে ৭ ঘণ্টা বন্ধ ছিল রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল। কুয়াশা কেটে গেলে সোমবার সকাল ৭টার দিকে এই রুটে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে রবিবার দিবাগত রাত থেকে ঘন কুয়াশার কারণে এই নৌপথে ফেরি চলাচলে বিঘ্ন ঘটে। রাত ১২টার দিকে কুয়াশায় ঢেকে যায় পুরো নৌপথ। দৃষ্টিসীমার বাইরে চলে যায় মার্কিং বাতি। তাই দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে।

কুয়াশার কারণে দৌলতদিয়া ঘাটে দুটি ফেরি লোড অবস্থায় অপেক্ষায় থাকে। এতে যাত্রী ও যানবাহন চালকদের দুর্ভোগ পোহাতে হয়।

কুয়াশার ঘনত্ব কমে আসায় সকাল ৭টা থেকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। দুর্ঘটনা এড়াতে রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। এখন ছোট-বড় মিলিয়ে ১৭টি ফেরি এই রুটে চলাচল করছে- জানান বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক আলিম দাইয়ান।

ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত