Ad

শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, সাভার
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৮: ৩৭
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৯: ০১

সাভারে সড়ক দুর্ঘটনায় নার্সিং কলেজের শিক্ষার্থী নিহতের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ঢাকা-আরিচা মহাসড়ক ৩ ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তারা চালককে গ্রেপ্তারের দাবিও জানায়।

সোমবার দুপুর পৌনে ১২টা থেকে বেলা পৌনে ৩টা পর্যন্ত সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের শিমুল তলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। সাভার ও ঢাকার বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা এ অবরোধ কর্মসূচিতে অংশ নেয়।

অবরোধের ফলে মহাসড়কের হেমায়েতপুর থেকে নবীনগর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে নানা পেশা ও বয়সের মানুষ চরম দুর্ভোগের শিকার হন।

পক্ষাঘাত গ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপি’র নার্সিং কলেজের প্রথম বর্ষের ছাত্র প্রত্যয় কুমার সরকার (৩০) শনিবার সকালে সাভার বাসস্ট্যান্ডের নিকট ইয়ামিন চত্বরে ঠিকানা পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে হাসপাতালে তিনি মারা গেলে গতকাল রোববার শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। একই দাবিতে আজও তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

আজ অবরোধের খবর পেয়ে পুলিশ শিক্ষার্থীদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করলেও তারা সেটা উপেক্ষা করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকারসহ প্রশাসনের উদ্যোগে আগামী রোববার ঠিকানা পরিবহনের মালিক পক্ষ, প্রশাসন ও ছাত্রদের সমন্বয়ে বৈঠকের দিনক্ষণ ঠিক ও চালককে গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে। এরপর মহাসড়ক যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, ঘাতক বাস চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আগামী রোববার বিষয়টির সমাধান হবে।

বিষয়:

দুর্ঘটনা
ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত