স্টাফ রিপোর্টার, সাভার
সাভারে সড়ক দুর্ঘটনায় নার্সিং কলেজের শিক্ষার্থী নিহতের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ঢাকা-আরিচা মহাসড়ক ৩ ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তারা চালককে গ্রেপ্তারের দাবিও জানায়।
সোমবার দুপুর পৌনে ১২টা থেকে বেলা পৌনে ৩টা পর্যন্ত সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের শিমুল তলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। সাভার ও ঢাকার বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা এ অবরোধ কর্মসূচিতে অংশ নেয়।
অবরোধের ফলে মহাসড়কের হেমায়েতপুর থেকে নবীনগর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে নানা পেশা ও বয়সের মানুষ চরম দুর্ভোগের শিকার হন।
পক্ষাঘাত গ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপি’র নার্সিং কলেজের প্রথম বর্ষের ছাত্র প্রত্যয় কুমার সরকার (৩০) শনিবার সকালে সাভার বাসস্ট্যান্ডের নিকট ইয়ামিন চত্বরে ঠিকানা পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে হাসপাতালে তিনি মারা গেলে গতকাল রোববার শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। একই দাবিতে আজও তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
আজ অবরোধের খবর পেয়ে পুলিশ শিক্ষার্থীদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করলেও তারা সেটা উপেক্ষা করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকারসহ প্রশাসনের উদ্যোগে আগামী রোববার ঠিকানা পরিবহনের মালিক পক্ষ, প্রশাসন ও ছাত্রদের সমন্বয়ে বৈঠকের দিনক্ষণ ঠিক ও চালককে গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে। এরপর মহাসড়ক যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, ঘাতক বাস চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আগামী রোববার বিষয়টির সমাধান হবে।
সাভারে সড়ক দুর্ঘটনায় নার্সিং কলেজের শিক্ষার্থী নিহতের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ঢাকা-আরিচা মহাসড়ক ৩ ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তারা চালককে গ্রেপ্তারের দাবিও জানায়।
সোমবার দুপুর পৌনে ১২টা থেকে বেলা পৌনে ৩টা পর্যন্ত সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের শিমুল তলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। সাভার ও ঢাকার বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা এ অবরোধ কর্মসূচিতে অংশ নেয়।
অবরোধের ফলে মহাসড়কের হেমায়েতপুর থেকে নবীনগর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে নানা পেশা ও বয়সের মানুষ চরম দুর্ভোগের শিকার হন।
পক্ষাঘাত গ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপি’র নার্সিং কলেজের প্রথম বর্ষের ছাত্র প্রত্যয় কুমার সরকার (৩০) শনিবার সকালে সাভার বাসস্ট্যান্ডের নিকট ইয়ামিন চত্বরে ঠিকানা পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে হাসপাতালে তিনি মারা গেলে গতকাল রোববার শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। একই দাবিতে আজও তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
আজ অবরোধের খবর পেয়ে পুলিশ শিক্ষার্থীদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করলেও তারা সেটা উপেক্ষা করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকারসহ প্রশাসনের উদ্যোগে আগামী রোববার ঠিকানা পরিবহনের মালিক পক্ষ, প্রশাসন ও ছাত্রদের সমন্বয়ে বৈঠকের দিনক্ষণ ঠিক ও চালককে গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে। এরপর মহাসড়ক যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, ঘাতক বাস চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আগামী রোববার বিষয়টির সমাধান হবে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুড়িয়ে ফেলা নারীর লাশের পরিচয় মিলেছে। তিনি মো: নুরুল ইসলামের স্ত্রী মোছা. শারমিন বেগম (৫০)। নিহতের মেয়েরা ছবি দেখে শনাক্ত করেছে। তাকে গলা কেটে হত্যার পর আগুনে পুড়িয়ে দেয়া হয়। তবে মাথাটি আলাদা ছিল। এ ঘটনায় শাহনেওয়াজ ভূইয়ার ছেলে ফারহান রনি (৩০)কে আটক করেছে পুলিশ।
১২ ঘণ্টা আগেচুরি যাওয়া রাজহাঁস খুঁজতে এসে যুবলীগ নেতার বাড়িতে পরিত্যক্ত টিনের ভাঙ্গা ঘর থেকে ধোঁয়ার গন্ধ পান। তারা ঘরের ভেতরে যেতে চাইলে ফারহান ক্ষুব্দ হয়ে তাদেরকে মারার হুমকি দেয়। এতে সন্দেহ হলে গ্রামের লোকজন গর্তে পুড়তে থাকা লাশ দেখতে পেয়ে রনিকে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়।
১৪ ঘণ্টা আগেকক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আকস্মিক অগ্নিকাণ্ডে ৬ শতাধিক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ওই সময় এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।
১৪ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিজয় দিবসের অনুষ্ঠানে ছুরিকাঘাতে নিহত দুই শিক্ষার্থী ছাত্রলীগের কর্মী নয় বলে দাবি করেছে নিহতদের পরিবার। একই সাথে ভারতীয় মিডিয়ার নিহতের পরিচয় নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের নিন্দা জানিয়েছেন তারা।
১৬ ঘণ্টা আগে