Ad

সন্ত্রাসী হামলা মামলায় আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী জেলে

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৬: ৫৪
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৮: ১৮

নড়াইলে আওয়ামী লীগের ১৮ নেতাকর্মীকে জেলহাজতে পঠিয়েছেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে নড়াইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাদিউজ্জমান আসামিদের জেল হাজতে পাঠানোর এ আদেশ দেন।

রোববার নড়াইলের আদালত এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট ছাত্র জনতার মিছিলে হামলার অভিযোগে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশের দায়ের করা মামলার ১৮ আসামিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে।

আদালত আবেদনের পক্ষে বিপক্ষে উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আসামি পক্ষের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

এ মামলায় নড়াইল ২ আসনের সাবেক এমপি ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, তার বাবা গোলাম মর্তুজা স্বপনসহ আওয়ামী লীগের ৯০ নেতাকর্মীর নামসহ অজ্ঞাতনামা আরো কয়েকশ জনকে আসামি করা হয়েছে।

ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত