Ad

নড়াইলে মাশরাফিসহ ৫৫০ জনের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ১৭: ২১
মাশরাফি ছবি: সংগৃহীত

নড়াইলের লোহাগড়ায় সাবেক হুইপ মাশরাফি বিন মর্তুজাসহ ৫৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার মুখ্য সংগঠক কাজি ইয়াজুর রহমান বাবু বাদী হয়ে এ মামলা করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

৪ আগষ্ট লোহাগড়া উপজেলা শহরের সি এন্ড বি মোড়ে স্বৈরাচার বিরোধী ছাত্র জনতার আন্দোলনের কর্মসূচি পালনকালে সন্ত্রাসী হামলা করা হয়। সে ঘটনায় কাজী ইয়াজুর রহমানসহ আরও ১৩ জন শিক্ষার্থীকে রামদা, বাঁশের লাঠি, লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন অভিযুক্তরা।

মামলায় মাশরাফি বিন মর্তুজা ও তার বাবা গোলাম মর্তুজা স্বপন ছাড়াও সদ্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা সভাপতি নাঈম ভূইয়া, সাধারণ সম্পাদক স্বপ্নীল সিকদার নীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মশিয়ূর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, ফয়জুল হক রোম, ফয়জুল আমীর লিটু, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, বাদীর এজাহারের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:

মাশরাফি
ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত