Ad

সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

আতিকুর রহমান, চবি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ১২: ০৮
পুষ্পস্তবক অর্পণ

সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

মহান বিজয় দিবস বাংলাদেশের মানুষের শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। নতুন দেশ হিসেবে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন।

১৯৭১ সালের এই দিনে নয় মাসের মুক্তিযুদ্ধ শেষে ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। দিনটি উপলক্ষে সিরাজগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

সোমবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়।

শহরের বাজার স্টেশন এলাকায় বিজয়সৌধে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম, পুষ্পস্তবক অর্পণ করেন। জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো. ফারুক হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, বাংলাদেশ স্কাউটস ও সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানানো হয়।

পরে জেলা প্রশাসন সকাল ৮টায় সিরাজগঞ্জ সার্কিট হাউজে পতাকা উত্তোলন করে। জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সকাল ১১টায় শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সন্মাননা স্মারক প্রদান করেন জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম।

বিজয়ের এই দিনে আগামীর স্বপ্নে চোখ রাখা বাংলাদেশ আবারও জানাল এই জাতিকে দাবিয়ে রাখা যাবে না।

বিষয়:

ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত