Ad

বগুড়ার সাবেক এমপি রিপু নেত্রকোনায় গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬: ০৪

বগুড়া-৬ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগিবুল আহসান রিপুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

বুধবার রাতে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রিপুর বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১৩টি মামলা রয়েছে।

র‌্যাব ১৪’র মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম বলেন, সাবেক এমপি রিপুর বিরুদ্ধে হত্যা মামলা থাকায় তাকে গ্রেপ্তার করতে তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান জানতে পেরে অভিযান পরিচালনা করে র‌্যাব।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত