Ad

নীলফামারীতে বেবী নাজনীন

শুধু সমালোচনা নয়, এখন স্বৈরাচারের পরিণতি ভোগ করার পালা

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৪: ০৬

বিগত স্বৈরাচারী সরকারের সমালোচনা সবাই করে, আর কত সমালোচনা করবেন। এখন তাদের পরিণতি ভোগ করার পালা বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক সহসম্পাদক কণ্ঠশিল্পী বেবী নাজনীন।

তিনি রোববার রাতে জেলার ডোমার উপজেলার দেবীগঞ্জ নীলফামারী মহাসড়কের চিকনমাটি রেলঘুন্টির পাড় নামক এলাকায় এক পথসভায় এ মন্তব্য করেন। পথসভায় তিনি বিগত সরকারকে জল্লাদের সরকার উল্লেখ করে আরও বলেন, বিগত সরকার ছিল ফ্যাসিস্ট সরকার, একচোখা সরকার, আর একচোখ হয় জল্লাদের। একচোখ দিয়ে দেখে ১৭ বছর ধরে তাদের মতো করে দেশকে তছনছ করে পালিয়ে গেছেন। ফ্যাসিস্ট সরকারের সময়কালকে অন্ধকার সময়ের সঙ্গে তুলনা করে তিনি বলেন, দেশের যে যুব সমাজ বেড়ে উঠে দেশের হাল ধরবেন, ভোট দেবেন এমন আকাঙ্ক্ষা নিয়ে বাচ্চাদের আন্দোলন দমানোর নামে হত্যা করা হলো। এ হত্যাকাণ্ডকে গণহত্যার সঙ্গে তিনি তুলনা করে বলেন, ঘৃণা এক সময় শেষ হয়ে যায়, তবে এ ঘটনা শেষ হবার নয়। এ নতুন প্রজন্মের কাছেই তিনি দাবি করেন, দায়িত্ববোধ থেকে বিগত স্বৈরাচারী সরকারকে বিচারের কাঠগড়ায় আনার। তারা যত মানুষের প্রাণ নিয়েছেন তাদের সামনে তাদের বিচার হওয়া উচিত।

ডোমার পৌরসভা জাসাসের যুগ্ম আহ্বায়ক মামুন-উর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পথসভায় আরও উপস্থিত ছিলেন ডোমার পৌর জাসাসের আহ্বায়ক রওশন রশীদ, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, জাসাস নেতা রাহাত চৌধুরী প্রমুখ।

ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত