স্টাফ রিপোর্টার
সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ২৪৮ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। মঙ্গলবার থেকে নতুন দর কার্যকর হবে।
দাম কমানোর ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হবে এক লাখ ৩৯ হাজার ৩৩৮ টাকা। যা ছিল এক লাখ ৪০ হাজার ৫৮৬ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৩৩ হাজার ৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ১৪ হাজার ৪ টাকা এবং সনাতন প্রতি ভরি সোনা ৯৩ হাজার ৬০৪ টাকায় বিক্রি করা হবে। সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।
এর আগে গত ১৪ ডিসেম্বর সোনার দাম কমানো হয়। পরে ১৮ ডিসেম্বর আবার সোনার দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।
সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ২৪৮ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। মঙ্গলবার থেকে নতুন দর কার্যকর হবে।
দাম কমানোর ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হবে এক লাখ ৩৯ হাজার ৩৩৮ টাকা। যা ছিল এক লাখ ৪০ হাজার ৫৮৬ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৩৩ হাজার ৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ১৪ হাজার ৪ টাকা এবং সনাতন প্রতি ভরি সোনা ৯৩ হাজার ৬০৪ টাকায় বিক্রি করা হবে। সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।
এর আগে গত ১৪ ডিসেম্বর সোনার দাম কমানো হয়। পরে ১৮ ডিসেম্বর আবার সোনার দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।
এক হাজারের বেশি বেনামি প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ। বিপুল ঋণের বিপরীতে নেই জামানত।
১৯ মিনিট আগেব্যাংকটি সহকারী মহাব্যবস্থাপক,সিনিয়র প্রিন্সিপাল অফিসার, প্রিন্সিপাল অফিসার, সিনিয়র অফিসার ও অফিসার পদে পদোন্নতি প্রদান করে। কিছুদিন আগে মমহাব্যবস্থাপক ও উপ মহাব্যবস্থাপক পদে পদোন্নতি দেওয়া হয়।
১০ ঘণ্টা আগেদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। গত সেপ্টেম্বরে আকুর আমদানি দায় পরিশোধ করার পর রিজার্ভ কমে ১৯ বিলিয়ন ডলারের নিচে নেমে যায়। রেমিট্যান্স ও রপ্তানি আয় বৃদ্ধিতে রিজার্ভ বেড়েছে।
১ দিন আগেজাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মৌলভীবাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্পটি বাতিল করা হয়েছে। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ প্রকল্প বাতিল করা হয়।
১ দিন আগে