Ad

ইজতেমা ময়দানে সংঘর্ষ–প্রাণহানিতে সাদপন্থিদের দুঃখপ্রকাশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৪: ২৪
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫: ০০

টঙ্গীতে তাবলীগের ইজতেমা ময়দানে সংঘর্ষ–প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সাদপন্থিরা। সরকারের নির্দেশ মেনে ইজতেমা ময়দান ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছেন তারা। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাদপন্থি নেতা মাওলানা রেজা আরিফ সাংবাদিকদের এ কথা জানান।

রেজা আরিফ বলেন, গতকাল রাতে যে ঘটনা ঘটেছে তা নিয়ে দুঃখ প্রকাশ করছি আমরা। কারা দায়ী সেটি নিয়ে এখন আর আলোচনা করবো না। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না, নিশ্চয়তা দিচ্ছি।

সংঘর্ষে গতকাল রাতে কতজন মারা গেছেন তা নিয়ে কিছু বলেননি রেজা আরিফ।

স্বরাষ্ট্র উপদেষ্টা দুই গ্রুপকে মাঠ ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছেন। নির্দেশ অনুযায়ী টঙ্গীর ইজতেমা মাঠ ছেড়ে দেব আমরা। জুবায়ের গ্রুপ যেন মাঠ ছেড়ে দেন সেই অনুরোধ করছি আমরা- উল্লেখ করেন তিনি।

ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত